Travel News: টাকিতেও রয়েছে 'ইকো পার্ক', ইছামতীর তীরে নিরিবিলিতে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চাইলে শীতেই ঢুঁ মারুন
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Travel News: অনেকেরই পছন্দের তালিকায় থাকে নির্জন গ্রাম্য পরিবেশে কিছুটা সময় কাটানো। সেরকম খোঁজে যারা কাছাকাছি কোনও সস্তা ও মনোরম ভ্রমণস্থল চান, তাদের জন্য টাকি ইকো পার্ক যেন এক নিখুঁত ঠিকানা। জনসমাগম কম, শান্ত পরিবেশ, আর ইছামতীর নরম বাতাস—সব মিলিয়ে দিনের মধ্যে ঘুরে এসে মনকে শান্ত করার আদর্শ জায়গা এটি।
ইছামতীর তীরে বাংলাদেশ সীমান্তের আঁচল ছুঁয়ে উত্তর ২৪ পরগনার টাকি শহরের অদূরে গড়ে উঠেছে এক মনোরম সবুজময় অবকাশ– টাকি ইকো পার্ক। শহুরে ব্যস্ততা থেকে দূরে এই নিসর্গঘেরা উদ্যান এখন পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। নদীর ধারে শান্ত পরিবেশ, চারদিকে সবুজের সমাহার—সব মিলিয়ে পার্কে ঢুকতেই যেন এক অন্য জগতে পৌঁছনোর অনুভূতি।
advertisement
ইছামতীর ধার ঘেঁষে বিস্তৃত এই উদ্যানে পা দিয়েই চোখে পড়ে প্রশস্ত জলাশয়। জলাশয়ের চারপাশে ছড়িয়ে রয়েছে সাজানো–গোছানো কটেজ, যেখানে বসে একান্তে সময় কাটানোর আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে তৈরি কটেজগুলির পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলগাছ। রঙিন প্রকৃতি যেন সারাক্ষণই দর্শনার্থীদের স্বাগত জানায়।
advertisement
advertisement
advertisement
advertisement
