Travel: ছবির মতো সুন্দর! ঘুরে দেখুন বাংলার রোম! বিষ্ণুপুরের এই জায়গা মিস করবেন না

Last Updated:
Travel: বিষ্ণুপুরের এই জায়গায় গেলে ফিরতে মন চাইবে না! জানুন কীভাবে যাবেন, কোথায় থাকবেন! রইল বিস্তারিত
1/6
শীতের দাপট বাঁকুড়ায়! ঘুরে দেখুন মন্দির নগরী বিষ্ণুপুর। কোথায় শুরু করবেন? রইল তথ্য
শীতের দাপট বেশ ভালই বাঁকুড়ায়! ঘুরে দেখুন মন্দির নগরী বিষ্ণুপুর। কোথায় শুরু করবেন রইল তথ্য
advertisement
2/6
প্রথমে চলে আসুন বিষ্ণুপুরের আইডেন্টিটি রাসমঞ্চে। এখানে কুড়ি টাকা অনলাইন কিংবা অফলাইনে ২৫ টাকা দিয়ে কেটে ফেলুন টিকিট, দরকার পড়লে ৪৫০ টাকা দিয়ে নিয়ে নিন গাইড।
প্রথমে চলে আসুন বিষ্ণুপুরের আইডেন্টিটির রাসমঞ্চে। কুড়ি টাকা অনলাইন কিংবা অফলাইনে ২৫ টাকা দিয়ে কেটে ফেলুন টিকিট, দরকার পড়লে সাড়ে চারশ টাকা দিয়ে নিয়ে নিন গাইড।
advertisement
3/6
এরপর চলে আসুন শ্যামরায় মন্দির। দুর্দান্ত কারুকার্য দেখলে মন মোহিত হয়ে যাবে।
এরপর চলে আসুন শ্যামরায় মন্দির। দুর্দান্ত কারুকার্য, দেখলে মন মোহিত হয়ে যাবে।
advertisement
4/6
শ্যামরাই মন্দির থেকে ১০০ মিটার দূরে রয়েছে জোড় বাংলা মন্দির। দুই বাংলার মেলবন্ধন খুঁজে পাবেন এখানে।
শ্যাম রাই মন্দির থেকে ১০০ মিটার দূরে রয়েছে জোর বাংলা মন্দির। দুই বাংলার মেলবন্ধন খুঁজে পাবেন এখানে।
advertisement
5/6
এরপর দেখে নিন মল্ল রাজত্বে ঢোকার মূল তোরণ, গড় দরজা। জলের পরিখা দিয়ে ঘেরা ছিল দরজা।
এরপর দেখে নিন মল্ল রাজত্বে ঢোকার মূল তোরণ, গড় দরজা। জলের পরিখা দিয়ে ঘেরা ছিল দরজা।
advertisement
6/6
হাতে সময় থাকলে চলে আসুন দলমাদল কামান দেখতে। এই কামান একাই রুখে দিয়েছিল বর্গীদের।
হাতে সময় থাকলে চলে আসুন দলমাদল কামান দেখতে। এই কামান একাই রুখে দিয়েছিল বর্গীদের।
advertisement
advertisement
advertisement