Travel Destination: একদিকে চা বাগান অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের কোলে ঘুরে আসুন শান্ত পরিবেশে

Last Updated:
শীতের মরশুমে এখানে সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। চা বাগান তো রয়েছেই। কমলালেবুর বাগান প্রচুর এখানে। 
1/5
দার্জিলিং : শহুরে কোলাহল থেকে বিচ্ছিন্ন, প্রকৃতির কোলে কিছুক্ষণ নিশ্চুপে কাটাতে পাড়ি দিতে পারেন আহ্লাদে ভরা
দার্জিলিং : শহুরে কোলাহল থেকে বিচ্ছিন্ন, প্রকৃতির কোলে কিছুক্ষণ নিশ্চুপে কাটাতে পাড়ি দিতে পারেন আহ্লাদে ভরা
advertisement
2/5
পাহাড়ের শিখরে দাঁড়িয়ে মেঘের হাতছানি অনুভব করা। আর সঙ্গে ৩৬০ ডিগ্রী আকাশ ও পাহাড়ের ভিউ। সেই অনুভবটাই মনে হবে জীবনটাকে সার্থক করে তুলেছে। সুর্য ওঠা থেকে সুর্যর অস্ত যাওয়া। সে যেন একদম ক্যানভাসে আঁকা এক মুহুর্ত।
পাহাড়ের শিখরে দাঁড়িয়ে মেঘের হাতছানি অনুভব করা। আর সঙ্গে ৩৬০ ডিগ্রী আকাশ ও পাহাড়ের ভিউ। সেই অনুভবটাই মনে হবে জীবনটাকে সার্থক করে তুলেছে। সুর্য ওঠা থেকে সুর্যর অস্ত যাওয়া। সে যেন একদম ক্যানভাসে আঁকা এক মুহুর্ত।
advertisement
3/5
কাঞ্চনজঙ্ঘার বুক চিড়ে সুর্যের বেরিয়ে আসা আর বিকেলে কাঞ্চনজঙ্ঘার কোলে সুর্যের ঢলে পরা। সেই মুহুর্ত অনুভব করলে সারা জীবনের ক্লান্তি নিমেষে মিটে যাবে। হাতে অল্প সময় থাকলে চট করে ঘুরে আসতে পারেন অহলদাড়ায়।
কাঞ্চনজঙ্ঘার বুক চিড়ে সুর্যের বেরিয়ে আসা আর বিকেলে কাঞ্চনজঙ্ঘার কোলে সুর্যের ঢলে পরা। সেই মুহুর্ত অনুভব করলে সারা জীবনের ক্লান্তি নিমেষে মিটে যাবে। হাতে অল্প সময় থাকলে চট করে ঘুরে আসতে পারেন অহলদাড়ায়।
advertisement
4/5
কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চারচাকা গাড়ি মেলে। সেবক থেকে কালিঝোড়া হয়ে যেতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে৷ লাটপাঞ্চেরে নেমে কিছুটা খাড়া পথ হেঁটে পৌঁছাতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে।
কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চারচাকা গাড়ি মেলে। সেবক থেকে কালিঝোড়া হয়ে যেতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে৷ লাটপাঞ্চেরে নেমে কিছুটা খাড়া পথ হেঁটে পৌঁছাতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে।
advertisement
5/5
কোথায় থাকবেন? কী খাবেন? অহলদাড়ায় রয়েছে একাধিক হোম স্টে। প্রতিরাত ১৫০০ টাকা মাথাপিছু হিসেব থেকে শুরু। কাপলদের জন্য থাকে বিশেষ ছাড়। সর্বোচ্চ ২৭৫০ টাকা করে রয়েছে হোম স্টের রুম। সঙ্গে তিন বেলার খাওয়ার।
কোথায় থাকবেন? কী খাবেন? অহলদাড়ায় রয়েছে একাধিক হোম স্টে। প্রতিরাত ১৫০০ টাকা মাথাপিছু হিসেব থেকে শুরু। কাপলদের জন্য থাকে বিশেষ ছাড়। সর্বোচ্চ ২৭৫০ টাকা করে রয়েছে হোম স্টের রুম। সঙ্গে তিন বেলার খাওয়ার।
advertisement
advertisement
advertisement