স্রোতস্বিনী নদী, দু'পারে দুলছে সাদা সাদা তুলোর মতো কাশ...! প্রকৃতির স্বাদ নিতে আসতে পারেন আপনিও, কলকাতা থেকে ঢিল ছোড়া পথ!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
নবনির্মিত ব্রিজের দু'পাশের ফুটপাতেই জমে উঠছে বিকেলের আড্ডা,এখানকার মনোরম প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিছুটা সময় কাটালেই মন ভাল হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
বীরভুম ও পশ্চিম বর্ধমানের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু এই জয়দেব সেতু। যা অজয় নদের ওপর গড়ে উঠছে। দীর্ঘদিন ধরে অজয় নদের ওপর একটি অস্থায়ী সেতু ছিল। বর্ষাকাল আসতেই যা ভেঙে জলে তলিয়ে যেত। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেত। মানুষের দুর্ভোগের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণ করেন।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
আড়াই কিলোমিটারের অধিক রাস্তা সহ ওই ঝাঁ চকচকে সেতু এলাকাবাসী সহ দুর-দূরান্তের মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।প্রতিদিন বিকেলে ঘুরতে আসা এক ব্যাক্তি জানান,সেতুর দু'পাশে ফুটপাতে বসে এই নদী,কাশফুল সহ এত সুন্দর পরিবেশে সময় কাটানোর একটা দারুণ জায়গা হয়ে উঠেছে এই জয়দেব সেতু। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement