Summer Travel Destination: রোদের তেজে পুড়ছে দক্ষিণবঙ্গ! বাঁচতে ভরসা পাহাড়! রইল দার্জিলিংয়ে ঘুরতে ‌যাওয়ার সেরা ৫ ঠিকানা

Last Updated:
Summer Vacation: গরমে হাসফাঁস অবস্থা সকলের । ভোট শেষ হলেই গরমের ছুটি। তাই এই গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? আপনার জন্য সেরা ৫ টি অফবিট জায়গার ঠিকানা রইল।
1/5
বাগোরা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোরা গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোরা গ্রামে যেতে পারেন।
বাগোরা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোরা গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোরা গ্রামে যেতে পারেন।
advertisement
2/5
রঙ্গীত মাজোয়া : খুব বেশি পর্যটকে রঙ্গিত মাজোয়া গ্রামে যেতে দেখা যায় না। বর্ষাকাল বাদে বছরের যে কোনও সময়ই এখানে বেড়াতে আসা যায়। এখান থেকে পর্বত, জঙ্গল ঘুরে পাখি, ফুল দেখে নিরিবিলিতে সময় কাটানো যায়। সারাটা দিন আলস্যে কাটানোর জন্য এই ছোট্টো গ্রামটি একেবারে আদর্শ।
রঙ্গীত মাজোয়া : খুব বেশি পর্যটকে রঙ্গিত মাজোয়া গ্রামে যেতে দেখা যায় না। বর্ষাকাল বাদে বছরের যে কোনও সময়ই এখানে বেড়াতে আসা যায়। এখান থেকে পর্বত, জঙ্গল ঘুরে পাখি, ফুল দেখে নিরিবিলিতে সময় কাটানো যায়। সারাটা দিন আলস্যে কাটানোর জন্য এই ছোট্টো গ্রামটি একেবারে আদর্শ।
advertisement
3/5
ভালুকহোপ : কালিম্পং এর কাছে শহুরে কোলাহল থেকে দূরে ঘুরতে যেতে চাইলে কটা দিন ডেরা বাঁধতে পারেন ভালুকহোপে। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবর্ণনীয়। কালিম্পংয়ের কাছে হলেও অত্যন্ত নির্জন। বছরের যে কোনও সময়ই ঘুরে আসতে পারেন। এখানেও হোম স্টেগুলি খুব ভাল।
ভালুকহোপ : কালিম্পং এর কাছে শহুরে কোলাহল থেকে দূরে ঘুরতে যেতে চাইলে কটা দিন ডেরা বাঁধতে পারেন ভালুকহোপে। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবর্ণনীয়। কালিম্পংয়ের কাছে হলেও অত্যন্ত নির্জন। বছরের যে কোনও সময়ই ঘুরে আসতে পারেন। এখানেও হোম স্টেগুলি খুব ভাল।
advertisement
4/5
ইয়েলবং: ইয়েলবং গ্রামের নাম এখনও ভার্জিন ডেস্টিনেশনের তালিকাতেই রয়েছে। আগের চেয়ে কিছু লোক বেশি গেলেও ভিড় যাকে বলে, একদম নেই এই গ্রামে। পাহাড়িয়া ছোট্ট গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। হোমস্টে-র ব্যবস্থা রয়েছে। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে দিন দুই তিন আরামসে কাটিয়ে আসুন, ভালো লাগবেই।
ইয়েলবং: ইয়েলবং গ্রামের নাম এখনও ভার্জিন ডেস্টিনেশনের তালিকাতেই রয়েছে। আগের চেয়ে কিছু লোক বেশি গেলেও ভিড় যাকে বলে, একদম নেই এই গ্রামে। পাহাড়িয়া ছোট্ট গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। হোমস্টে-র ব্যবস্থা রয়েছে। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে দিন দুই তিন আরামসে কাটিয়ে আসুন, ভালো লাগবেই।
advertisement
5/5
লিংসে: উত্তরবঙ্গের আরেকটি অফবিট পর্যটনকেন্দ্র হল লিংসে। কালিম্পং এর কাছে এই গ্রামে ইকো ট্যুরিজমের ব্যবস্থা আছে। শহুরে জীবন থেকে পালাতে দুদণ্ড শান্তি পেতে লিংসে পালিয়ে যাওয়া যায়। লিংসে গ্রামের নাম না শুনলেও অনেকেই মুলখারকা হ্রদ চেনেন। সেখান থেকে হাঁটা পথে লিংসে গ্রাম।
লিংসে: উত্তরবঙ্গের আরেকটি অফবিট পর্যটনকেন্দ্র হল লিংসে। কালিম্পং এর কাছে এই গ্রামে ইকো ট্যুরিজমের ব্যবস্থা আছে। শহুরে জীবন থেকে পালাতে দুদণ্ড শান্তি পেতে লিংসে পালিয়ে যাওয়া যায়। লিংসে গ্রামের নাম না শুনলেও অনেকেই মুলখারকা হ্রদ চেনেন। সেখান থেকে হাঁটা পথে লিংসে গ্রাম।
advertisement
advertisement
advertisement