দুবেলা দাঁত মাজলেও অনেক সময়ে দাঁতে ক্ষয় ধরে অথবা দাঁতের যন্ত্রণায় জেরবার হয়ে যেতে হয়। তবে দাঁতের ব্যথা একবার শুরু হলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পালা। যার হয় সেই জানে। চিকিৎসকের কাছে তখন না গিয়ে উপায় নেই। কিন্তু রাতে বা মধ্যরাতে অনেক সময়েই জাঁকিয়ে দাঁতে ব্যথা শুরু হয়। তাই আগেই ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে দাঁতের এই টোটকাগুলি ব্যবহার করে দেখুন।