Tonsil Pain Or Tonsilitis: শীত পড়তেই টনসিলে ব্যথা ? অ্যান্টিবায়োটিক নয়, এই সহজ উপায়ে ব্যথা গায়েব হবে চোখের পলকে, আজই পরখ করে দেখুন

Last Updated:
জিভের পিছনের দিকে গলার দু’পাশে যে গোলাকার পিণ্ডটি দেখা যায়, সেটাই টনসিল। মুখ, নাক, গলার মাধ্যমে শরীরে কোনও রোগজীবাণু ঢুকতে বাধা দেয় এই গ্ল্যান্ড। যখন টনসিল গ্ল্যান্ড সংক্রমিত হয়, ডাক্তারি পরিভাষায় সেই পরিস্থিতিকে বলে টনসিলাইটিস। মূলত ঠান্ডা লাগলে টনসিলে সংক্রমণ হয়
1/6
টনসিলে সংক্রমণের উপসর্গ কী কী? গলা ফুলে যায়, গলায় ব্যথা হয়, ঢোক গিলতে, কথা বলতে অসুবিধা হয়। অনেকেরই গলার ব্যথা কান-মাথাতেও ছড়িয়ে যায়, জ্বর আসে, গলা ভেঙে যায়, মুখে দুর্গন্ধ হয়।
টনসিলে সংক্রমণের উপসর্গ কী কী? গলা ফুলে যায়, গলায় ব্যথা হয়, ঢোক গিলতে, কথা বলতে অসুবিধা হয়। অনেকেরই গলার ব্যথা কান-মাথাতেও ছড়িয়ে যায়, জ্বর আসে, গলা ভেঙে যায়, মুখে দুর্গন্ধ হয়।
advertisement
2/6
মোদ্যাকথা, টনসিল খুব-ই যন্ত্রণাদায়ক। টনসিলের ব্যথা কমাতে অনেকে অ্যান্টিবায়োটিক খান, রয়েছে বাজারচলতি নানা ওষুধ। কিন্তু মাথায় রাখবেন, সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে! তাই ওষুধ নয়, ঘরোয়া প্রাকৃতিক উপায়ে টনসিলকে সায়েস্তা করুন--
মোদ্যাকথা, টনসিল খুব-ই যন্ত্রণাদায়ক। টনসিলের ব্যথা কমাতে অনেকে অ্যান্টিবায়োটিক খান, রয়েছে বাজারচলতি নানা ওষুধ। কিন্তু মাথায় রাখবেন, সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে! তাই ওষুধ নয়, ঘরোয়া প্রাকৃতিক উপায়ে টনসিলকে সায়েস্তা করুন--
advertisement
3/6
নুন জলে গার্গেল-- নুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা প্রদাহ কমায়। এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেক চা-চামচ নুন মিশিয়ে গার্গেল করুন।
নুন জলে গার্গেল-- নুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা প্রদাহ কমায়। এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেক চা-চামচ নুন মিশিয়ে গার্গেল করুন।
advertisement
4/6
লেবু-মধু জল: এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান
লেবু-মধু জল: এক গ্লাস উষ্ণ জলে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান
advertisement
5/6
গ্রিন টি ও মধু: আধ চামচ গ্রিন টি ও এক চামচ মধু মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে তিন বার এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্ট যা জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকায়।
গ্রিন টি ও মধু: আধ চামচ গ্রিন টি ও এক চামচ মধু মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে তিন বার এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্ট যা জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকায়।
advertisement
6/6
হলুদ ও দুধ: এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট যা গলা ব্যথা দূর করে।
হলুদ ও দুধ: এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট যা গলা ব্যথা দূর করে।
advertisement
advertisement
advertisement