Gardening Tips for Tagar Flower Plant Care: নিত্যপুজোয় অপরিহার্য টগরফুল ধরছে না বাড়ির গাছে? দিনের এই সময় দিতে হবে এই বিশেষ জিনিস! সাদা কুঁড়ি ও ফুলে ঢেকে যাবে গাছ

Last Updated:
Gardening Tips for Tagar Flower Plant Care: জমির পাশাপাশি টবেও টগরফুলের ফলন হতে পারে। খুব ঠান্ডার সময় বাদ দিয়ে বছরভরই টগর ফোটে।
1/7
বাড়ির বাগানে টগরফুল অতি পরিচিত। নিত্যপুজোয় এই সাদা ছোট্ট ফুল অপরিহার্য। জমির পাশাপাশি টবেও টগরফুলের ফলন হতে পারে। খুব ঠান্ডার সময় বাদ দিয়ে বছরভরই টগর ফোটে।
বাড়ির বাগানে টগরফুল অতি পরিচিত। নিত্যপুজোয় এই সাদা ছোট্ট ফুল অপরিহার্য। জমির পাশাপাশি টবেও টগরফুলের ফলন হতে পারে। খুব ঠান্ডার সময় বাদ দিয়ে বছরভরই টগর ফোটে।
advertisement
2/7
সামান্য কিছু পরিচর্যার নিয়ম মানলেই টগরগাছে প্রচুর ফুল ফুটবে। ভাল ফুল পাওয়ার জন্য যত্ন নিয়ে মাটি তৈরি করুন। ৬ ভাগ মাটি, ১ ভাগ বালি, ১ ভাগ কোকোপিট, ২ ভাগ জৈব সার মিটিয়ে তৈরি করুন টগরগাছের জমি।
সামান্য কিছু পরিচর্যার নিয়ম মানলেই টগরগাছে প্রচুর ফুল ফুটবে। ভাল ফুল পাওয়ার জন্য যত্ন নিয়ে মাটি তৈরি করুন। ৬ ভাগ মাটি, ১ ভাগ বালি, ১ ভাগ কোকোপিট, ২ ভাগ জৈব সার মিটিয়ে তৈরি করুন টগরগাছের জমি।
advertisement
3/7
নিয়মিত কাটিং করুন টগর গাছে। তাহলে নতুন নতুন ডালপালা বার হবে। ফুলও অনেক বেশি হবে। সর্ষের খোল পচা জল ছড়িয়ে ছিটিয়ে দিন।
নিয়মিত কাটিং করুন টগর গাছে। তাহলে নতুন নতুন ডালপালা বার হবে। ফুলও অনেক বেশি হবে। সর্ষের খোল পচা জল ছড়িয়ে ছিটিয়ে দিন।
advertisement
4/7
গোবর সার, কেঁচো সার, হাড়ের গুঁড়োর পাউডার-সহ নানা ধরনের জৈব সার ব্যবহার করুন টগরগাছে। গাছের গোড়া থেকে কিছুটা দূরে ভাল করে মাটি খুঁচিয়ে সার মিশিয়ে নিন। টব বুঝে সারের পরিমাণ কমবেশি করে নেবেন।
গোবর সার, কেঁচো সার, হাড়ের গুঁড়োর পাউডার-সহ নানা ধরনের জৈব সার ব্যবহার করুন টগরগাছে। গাছের গোড়া থেকে কিছুটা দূরে ভাল করে মাটি খুঁচিয়ে সার মিশিয়ে নিন। টব বুঝে সারের পরিমাণ কমবেশি করে নেবেন।
advertisement
5/7
চড়া রোদে কখনওই গাছে সার দেবেন না। ভোরে বা সন্ধ্যার সময় সার দিলে সবথেকে ভাল ফল মেলে।
চড়া রোদে কখনওই গাছে সার দেবেন না। ভোরে বা সন্ধ্যার সময় সার দিলে সবথেকে ভাল ফল মেলে।
advertisement
6/7
গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আবার টগরগাছের গোড়ায় জল জমলেও সেটা ক্ষতিকর।
গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আবার টগরগাছের গোড়ায় জল জমলেও সেটা ক্ষতিকর।
advertisement
7/7
সার দেওয়ার ১৫ থেকে ১৮ দিন পর টগরগাছে প্রচুর কুঁড়ি ও ফুল আসবে।
সার দেওয়ার ১৫ থেকে ১৮ দিন পর টগরগাছে প্রচুর কুঁড়ি ও ফুল আসবে।
advertisement
advertisement
advertisement