Gardening tips for Chilli Plant: টবের গাছে কাঁচালঙ্কা হচ্ছেই না? এই সহজ নিয়মে যত্ন নিন! লঙ্কা কিনতে বাজারে যেতে হবে না

Last Updated:
Gardening tips for Chilli Plant: বছরে একাধিকবার লঙ্কার দাম খুব বেড়ে যায়। আপনি চাইলে বাড়িতে টবেই লঙ্কাচাষ করতে পারেন। জেনে নিন তার টিপস।
1/10
দৈনন্দিন রান্নায় কাঁচালঙ্কা অপরিহার্য। রান্নায় স্বাদ এবং গুণ দুই-ই বাড়িয়ে তোলে কাঁচালঙ্কা।
দৈনন্দিন রান্নায় কাঁচালঙ্কা অপরিহার্য। রান্নায় স্বাদ এবং গুণ দুই-ই বাড়িয়ে তোলে কাঁচালঙ্কা।
advertisement
2/10
বছরে একাধিকবার লঙ্কার দাম খুব বেড়ে যায়। আপনি চাইলে বাড়িতে টবেই লঙ্কাচাষ করতে পারেন। জেনে নিন তার টিপস।
বছরে একাধিকবার লঙ্কার দাম খুব বেড়ে যায়। আপনি চাইলে বাড়িতে টবেই লঙ্কাচাষ করতে পারেন। জেনে নিন তার টিপস।
advertisement
3/10
লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। মাটিতে জল দাঁড়ালে চলবে না। দোআঁশ মাটি ৫০%, কম্পোস্ট ৪০%, বালি ১০% নিন। গাছে দিন গোবরসার, খোলপচা সার বা ভার্মিকম্পোস্ট।
লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। মাটিতে জল দাঁড়ালে চলবে না। দোআঁশ মাটি ৫০%, কম্পোস্ট ৪০%, বালি ১০% নিন। গাছে দিন গোবরসার, খোলপচা সার বা ভার্মিকম্পোস্ট।
advertisement
4/10
লঙ্কার চারাগাছে প্রথমে কড়া রোদে রাখবেন না। আলোছায়ায় রাখুন কিছুদিন। গাছের গোড়ায় যাতে জল না জমে, সেদিকেও খেয়াল রাখুন।
লঙ্কার চারাগাছে প্রথমে কড়া রোদে রাখবেন না। আলোছায়ায় রাখুন কিছুদিন। গাছের গোড়ায় যাতে জল না জমে, সেদিকেও খেয়াল রাখুন।
advertisement
5/10
প্রাথমিক অবস্থায় ৭ দিন অন্তর, তার পর ১৫ দিন অন্তর দিন সর্ষের খোল ভেজানো জল।
প্রাথমিক অবস্থায় ৭ দিন অন্তর, তার পর ১৫ দিন অন্তর দিন সর্ষের খোল ভেজানো জল।
advertisement
6/10
লঙ্কাগাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে ফুল আসবে না। তাই নিয়মিত কাটিং ও প্রুনিং করুন।
লঙ্কাগাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে ফুল আসবে না। তাই নিয়মিত কাটিং ও প্রুনিং করুন।
advertisement
7/10
ফুল আসার পর পটাশ সার দিন। রাসায়নিক সার না দিলে কলার খোসা মজানো জল দিন। তাহলে ফুল ঝরে যাবে না।
ফুল আসার পর পটাশ সার দিন। রাসায়নিক সার না দিলে কলার খোসা মজানো জল দিন। তাহলে ফুল ঝরে যাবে না।
advertisement
8/10
ফুল না এলে বা ফুল এলেও ফল না ধরলে নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া বন্ধ করুন। সর্ষের খোল, ইউরিয়া দেওয়া কমিয়ে দিলে ফুল আসবে। ফলও ধরবে প্রচুর।
ফুল না এলে বা ফুল এলেও ফল না ধরলে নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া বন্ধ করুন। সর্ষের খোল, ইউরিয়া দেওয়া কমিয়ে দিলে ফুল আসবে। ফলও ধরবে প্রচুর।
advertisement
9/10
গাছের গোড়ায় জল জমতে দেবেন না। তাহলে পাতাও হলুদ হয়ে যাবে না। পাতাও কুঁকড়ে যেতে পারে।
গাছের গোড়ায় জল জমতে দেবেন না। তাহলে পাতাও হলুদ হয়ে যাবে না। পাতাও কুঁকড়ে যেতে পারে।
advertisement
10/10
গাছে পর্যাপ্ত রোদ না পড়লে, পোকামাকড়ের সংক্রমণ হলে পাতা কুঁকড়ে যেতে পারে। পোকামাকড় বিনাশ করতে গাছে নিমতেল দিন নিয়মিত।
গাছে পর্যাপ্ত রোদ না পড়লে, পোকামাকড়ের সংক্রমণ হলে পাতা কুঁকড়ে যেতে পারে। পোকামাকড় বিনাশ করতে গাছে নিমতেল দিন নিয়মিত।
advertisement
advertisement
advertisement