Long distance relationship : লং ডিসট্যান্স সম্পর্কে ভাঙন ধরছে? সম্পর্ক বাঁচিয়ে রাখুন এ ভাবে

Last Updated:
long distance relationship লং ডিসট্যান্স সম্পর্কে কিছুটা যত্নআত্তি প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়েই৷ এখন কেরিয়ারের জন্য লং ডিসট্যান্স সম্পর্ক বেড়ে গিয়েছে অনেকাংশেই৷
1/5
যে কোনও সম্পর্কই লালন করতে হয়৷ নইলে তাতে চড়া পড়তে পারে৷ বিশেষ করে সম্পর্কের মাঝে দূরত্ব থাকলে সেই সম্পর্কে টানাপড়েন অনেক বেশি৷ তাই লং ডিসট্যান্স সম্পর্কে কিছুটা যত্নআত্তি প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়েই৷ এখন কেরিয়ারের জন্য লং ডিসট্যান্স সম্পর্ক বেড়ে গিয়েছে অনেকাংশেই৷ (Tips to save long distance relationship)
যে কোনও সম্পর্কই লালন করতে হয়৷ নইলে তাতে চড়া পড়তে পারে৷ বিশেষ করে সম্পর্কের মাঝে দূরত্ব থাকলে সেই সম্পর্কে টানাপড়েন অনেক বেশি৷ তাই লং ডিসট্যান্স সম্পর্কে কিছুটা যত্নআত্তি প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়েই৷ এখন কেরিয়ারের জন্য লং ডিসট্যান্স সম্পর্ক বেড়ে গিয়েছে অনেকাংশেই৷ (Tips to save long distance relationship)
advertisement
2/5
কাজের জন্য অন্য শহরে আছেন, এরকম নজির এখন ভুরি ভুরি৷ সঙ্গীর সঙ্গে টাইম ম্যাচ নাও করতে পারে৷ কিন্তু তার মানে এই নয় যে সঙ্গীর মনে হবে আপনি তাঁকে অবহেলা করছেন৷ সকালে উঠে এক বার এবং রাতে এক বার মনে করে তাঁর সঙ্গে ফোনে কথা বলুন৷ মাঝে মাঝে মেসেজ করুন৷ কাজের ফাঁকে সময় পেলে করতে পারেন ভিডিও কল-ও৷
কাজের জন্য অন্য শহরে আছেন, এরকম নজির এখন ভুরি ভুরি৷ সঙ্গীর সঙ্গে টাইম ম্যাচ নাও করতে পারে৷ কিন্তু তার মানে এই নয় যে সঙ্গীর মনে হবে আপনি তাঁকে অবহেলা করছেন৷ সকালে উঠে এক বার এবং রাতে এক বার মনে করে তাঁর সঙ্গে ফোনে কথা বলুন৷ মাঝে মাঝে মেসেজ করুন৷ কাজের ফাঁকে সময় পেলে করতে পারেন ভিডিও কল-ও৷
advertisement
3/5
কে বলেছে ডেটিং ভার্চুয়াল হতে পারে না? হয়তো একই রেস্তরাঁয় মুখোমুখি বসতে পারলেন না, তাতে অসুবিধে নেই৷ অন্তত ভিডিও কলে একসঙ্গে লাঞ্চ বা ডিনার করুন৷
কে বলেছে ডেটিং ভার্চুয়াল হতে পারে না? হয়তো একই রেস্তরাঁয় মুখোমুখি বসতে পারলেন না, তাতে অসুবিধে নেই৷ অন্তত ভিডিও কলে একসঙ্গে লাঞ্চ বা ডিনার করুন৷
advertisement
4/5
কাজের চাপ সম্পর্কে বিঘ্ন ঘটায় অনেক ক্ষেত্রেই৷ কিন্তু যদি কোনও সমস্যায় পড়লে সঙ্গীকে বলতে ভুলবেন না৷ কারণ সমস্যা লুকিয়ে রাখলে জটিলতা আরও বাড়বে৷ সঙ্গী থেকে মানসিক দূরত্বও বাড়বে৷ তার থেকে তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি৷ তাই দিনের শেষে সঙ্গীকে জানাতে ভুলবেন না যে আপনি তাঁর জন্য ভাবেন, তাঁকে ভালবাসেন৷
কাজের চাপ সম্পর্কে বিঘ্ন ঘটায় অনেক ক্ষেত্রেই৷ কিন্তু যদি কোনও সমস্যায় পড়লে সঙ্গীকে বলতে ভুলবেন না৷ কারণ সমস্যা লুকিয়ে রাখলে জটিলতা আরও বাড়বে৷ সঙ্গী থেকে মানসিক দূরত্বও বাড়বে৷ তার থেকে তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি৷ তাই দিনের শেষে সঙ্গীকে জানাতে ভুলবেন না যে আপনি তাঁর জন্য ভাবেন, তাঁকে ভালবাসেন৷
advertisement
5/5
পেশাগত জীবন গুরুত্বপূর্ণ৷ কিন্তু বিঘ্নিত জীবনের বিনিময়ে নয় কখনওই৷ ব্যস্ত সূচি থেকেও সময় বার করুন৷ ছুটি পেলে চেষ্টা করুন সঙ্গীর কাছে যাওয়ার৷
পেশাগত জীবন গুরুত্বপূর্ণ৷ কিন্তু বিঘ্নিত জীবনের বিনিময়ে নয় কখনওই৷ ব্যস্ত সূচি থেকেও সময় বার করুন৷ ছুটি পেলে চেষ্টা করুন সঙ্গীর কাছে যাওয়ার৷
advertisement
advertisement
advertisement