Married Life: বিবাহিত জীবন সুখী ও দীর্ঘ করতে কী করবেন? জানুন মনোবিদের টিপস

Last Updated:
Married Life: একই ছাদের নীচে দিনযাপনে দু’জনকেই ভাবতে নিজের কথা এবং একইসঙ্গে সঙ্গীর কথাও৷
1/7
বিবাহিত জীবনকে দীর্ঘ এবং সুখের করে তোলা আজকের জটিল জীবনযাপনে খুব সহজ নয়৷ এর স্বামী এবং স্ত্রী দু’জনকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়৷ কারণ এক হাতে তালি সত্যি বাজে না৷ শুধু আপস করার দিকে মেয়েরাই করে যাবে, সেই ছবিও আজ অচল৷ তাই একই ছাদের নীচে দিনযাপনে দু’জনকেই ভাবতে নিজের কথা এবং একইসঙ্গে সঙ্গীর কথাও৷
বিবাহিত জীবনকে দীর্ঘ এবং সুখের করে তোলা আজকের জটিল জীবনযাপনে খুব সহজ নয়৷ এর স্বামী এবং স্ত্রী দু’জনকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়৷ কারণ এক হাতে তালি সত্যি বাজে না৷ শুধু আপস করার দিকে মেয়েরাই করে যাবে, সেই ছবিও আজ অচল৷ তাই একই ছাদের নীচে দিনযাপনে দু’জনকেই ভাবতে নিজের কথা এবং একইসঙ্গে সঙ্গীর কথাও৷
advertisement
2/7
বিবাহিত জীবন কীভাবে সুখের ও দীর্ঘ হতে পারে, সে বিষয়ে কিছু টিপস দিয়েছেন মনোবিদ জাগৃতি শর্মা৷ এক ওয়েবসাইটে তিনি লিখেছেন কিছু বেসিক টিপসের কথা৷ যা মানতে হবে স্বামী স্ত্রী দু’জনকেই৷ কঠিন নয় সেই টিপসগুলি৷ একবার মানতে শুরু করলে জীবন সহজ হতে বাধ্য৷
বিবাহিত জীবন কীভাবে সুখের ও দীর্ঘ হতে পারে, সে বিষয়ে কিছু টিপস দিয়েছেন মনোবিদ জাগৃতি শর্মা৷ এক ওয়েবসাইটে তিনি লিখেছেন কিছু বেসিক টিপসের কথা৷ যা মানতে হবে স্বামী স্ত্রী দু’জনকেই৷ কঠিন নয় সেই টিপসগুলি৷ একবার মানতে শুরু করলে জীবন সহজ হতে বাধ্য৷
advertisement
3/7
স্বামী স্ত্রী দু’জনের মধ্যেই যোগাযোগ সহজ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন৷ দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার জায়গাটা থাকতে হবে৷ এবং কথা মানে শুধুই নিজেরটা বলে যাওয়া নয়৷ অন্যেরটা শোনাও৷ স্পষ্ট সংলাপে দূর হয় সমস্যা৷ কেটে যায় জটিলতা৷ মনের ভাব ও আবেগ আদানপ্রদানেও বাধা থাকে না৷
স্বামী স্ত্রী দু’জনের মধ্যেই যোগাযোগ সহজ ও স্বচ্ছ হওয়া প্রয়োজন৷ দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার জায়গাটা থাকতে হবে৷ এবং কথা মানে শুধুই নিজেরটা বলে যাওয়া নয়৷ অন্যেরটা শোনাও৷ স্পষ্ট সংলাপে দূর হয় সমস্যা৷ কেটে যায় জটিলতা৷ মনের ভাব ও আবেগ আদানপ্রদানেও বাধা থাকে না৷
advertisement
4/7
অবাস্তব চাহিদা বর্জন করতে হবে৷ সামর্থ্যের বাইরে গিয়ে বিলাসিতা যেমন সম্ভব নয়, ঠিক তেমনই সাংসারিক কাজে পান থেকে চুন খসবে না, সেটা আশা করাও ঠিক নয়৷ বুঝতে হবে দুজনকেই৷
অবাস্তব চাহিদা বর্জন করতে হবে৷ সামর্থ্যের বাইরে গিয়ে বিলাসিতা যেমন সম্ভব নয়, ঠিক তেমনই সাংসারিক কাজে পান থেকে চুন খসবে না, সেটা আশা করাও ঠিক নয়৷ বুঝতে হবে দুজনকেই৷
advertisement
5/7
মনের ছোঁয়া ও যোগাযোগটুকু বজায় রাখতে হবে৷ মনের টান যদি বজায় থাকে তাহলে শারীরিক দূরত্বও হার মানতে বাধ্য৷ দিনভর কাজের মধ্যে একে অন্যের ছোট ছোট ভালমন্দের দিকে খেয়াল রাখুন৷ মনের টান তৈরি হয়ে যাবে৷
মনের ছোঁয়া ও যোগাযোগটুকু বজায় রাখতে হবে৷ মনের টান যদি বজায় থাকে তাহলে শারীরিক দূরত্বও হার মানতে বাধ্য৷ দিনভর কাজের মধ্যে একে অন্যের ছোট ছোট ভালমন্দের দিকে খেয়াল রাখুন৷ মনের টান তৈরি হয়ে যাবে৷
advertisement
6/7
অর্থ ছাড়া সংসার যেমন অচল, তেমন অর্থই অনর্থের মূল৷ যদি দুজনে কর্মরত হন, সংসারে কে কত টাকা কোন খাতে খরচ করবেন, সে নিয়ে খোলাখুলি কথা বলুন৷ যদি এক জন উপার্জনকারী হন, তাহলেও এই বিষয়ে স্পষ্ট কথা হয়ে থাকা দরকার৷
অর্থ ছাড়া সংসার যেমন অচল, তেমন অর্থই অনর্থের মূল৷ যদি দুজনে কর্মরত হন, সংসারে কে কত টাকা কোন খাতে খরচ করবেন, সে নিয়ে খোলাখুলি কথা বলুন৷ যদি এক জন উপার্জনকারী হন, তাহলেও এই বিষয়ে স্পষ্ট কথা হয়ে থাকা দরকার৷
advertisement
7/7
দুজনের প্রতি আস্থা ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ৷ সেই বিশ্বাসের বন্ধন ভাঙলে চলবে না৷ তাই দ্বিধা দ্বন্দ্ব এলেও সঙ্গীর সঙ্গে শেয়ার করুন৷ এতে বিশ্বাসের বন্ধন অটুট হবে৷ তাসের ঘরের মতো ভেঙে পড়বে না৷
দুজনের প্রতি আস্থা ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ৷ সেই বিশ্বাসের বন্ধন ভাঙলে চলবে না৷ তাই দ্বিধা দ্বন্দ্ব এলেও সঙ্গীর সঙ্গে শেয়ার করুন৷ এতে বিশ্বাসের বন্ধন অটুট হবে৷ তাসের ঘরের মতো ভেঙে পড়বে না৷
advertisement
advertisement
advertisement