ঘামে যে কোনও অলঙ্কারের জৌলুস কমে যায় ৷ প্রতিবার পরার পর তুলে রাখার আগে সোনা গয়না ভাল করে মুছে নিন ৷ তার পর যত্ন করে রাখুন গয়নার বাক্সে ৷ একাধিক খোপ আছে, এমন বাক্সে রাখতে পারলে ভাল ৷ নয়তো এমন ভাবে রাখুন, যাতে একটি গয়না অন্যটির সঙ্গে ঘষা না খায় ৷