Tips to buy Juicy Lemon: একগাদা টাকা দিয়েও পাতিলেবু কিনে ঠকছেন? দোকানির ঝুড়িতে রসে টইটম্বুর পাতিলেবু চেনার টিপস জানুন

Last Updated:
Tips to buy Juicy Lemon: বাজারে লেবুর দামও প্রচুর। গরম যত দিন থাকবে, লেবুর দাম কমবে না। কিন্তু অনেক সময়ই দেখা যায় দাম দিয়ে লেবু কিনলেও তাতে বেশি রস নেই। কিছু লক্ষণ আছে। সেগুলি মিলিয়ে দেখলে কিন্তু রসাল লেবু কেনা যায়। বাজারে যাওয়ার আগে সেগুলি জেনে নিন। তাহলে ঠকবেন না।
1/8
গরমকালের ডায়েট পাতিলেবু ছাড়া অচল। ভাতের পাতে এক টুকরোই হোক, অথবা শরবতই হোক-গরমে সুস্থ থাকতে খেতেই হবে লেবুর রস।
গরমকালের ডায়েট পাতিলেবু ছাড়া অচল। ভাতের পাতে এক টুকরোই হোক, অথবা শরবতই হোক-গরমে সুস্থ থাকতে খেতেই হবে লেবুর রস।
advertisement
2/8
বাজারে লেবুর দামও প্রচুর। গরম যত দিন থাকবে, লেবুর দাম কমবে না। কিন্তু অনেক সময়ই দেখা যায় দাম দিয়ে লেবু কিনলেও তাতে বেশি রস নেই।
বাজারে লেবুর দামও প্রচুর। গরম যত দিন থাকবে, লেবুর দাম কমবে না। কিন্তু অনেক সময়ই দেখা যায় দাম দিয়ে লেবু কিনলেও তাতে বেশি রস নেই।
advertisement
3/8
কিছু লক্ষণ আছে। সেগুলি মিলিয়ে দেখলে কিন্তু রসাল লেবু কেনা যায়। বাজারে যাওয়ার আগে সেগুলি জেনে নিন। তাহলে ঠকবেন না।
কিছু লক্ষণ আছে। সেগুলি মিলিয়ে দেখলে কিন্তু রসাল লেবু কেনা যায়। বাজারে যাওয়ার আগে সেগুলি জেনে নিন। তাহলে ঠকবেন না।
advertisement
4/8
সবার আগে লেবুর ওজন দেখুন। যত ভারী হবে, তত রসাল হবে লেবু। যে লেবু বেশি ওজনদার, সেগুলিই কিনুন।
সবার আগে লেবুর ওজন দেখুন। যত ভারী হবে, তত রসাল হবে লেবু। যে লেবু বেশি ওজনদার, সেগুলিই কিনুন।
advertisement
5/8
লেবুর খোসা যেন বেশি শক্ত না হয়। একটু আলতো করে প্রেস করে দেখুন। যদি খোসার গায়ের অংশ একটু ডেবে যায়, তাহলে বুঝবেন লেবু রসাল।
লেবুর খোসা যেন বেশি শক্ত না হয়। একটু আলতো করে প্রেস করে দেখুন। যদি খোসার গায়ের অংশ একটু ডেবে যায়, তাহলে বুঝবেন লেবু রসাল।
advertisement
6/8
লেবুর গা অমসৃণ, এবড়ো খেবড়ো হলে সেটা নেবেন না। বরং যে লেবুর খোসার অংশ মসৃণ, সেটাই বেছে নিন।
লেবুর গা অমসৃণ, এবড়ো খেবড়ো হলে সেটা নেবেন না। বরং যে লেবুর খোসার অংশ মসৃণ, সেটাই বেছে নিন।
advertisement
7/8
উজ্জ্বল হলুদ রঙের পাতিলেবু কিনুন। যত উজ্জ্বল ও হলুদ হবে, তত রসাল হবে লেবু। যদি পাতিলেবুতে সামান্য সবুজের ছোঁয়াও থাকে তহলে বুঝবেন এখনও পরিপক্ব হয়নি।
উজ্জ্বল হলুদ রঙের পাতিলেবু কিনুন। যত উজ্জ্বল ও হলুদ হবে, তত রসাল হবে লেবু। যদি পাতিলেবুতে সামান্য সবুজের ছোঁয়াও থাকে তহলে বুঝবেন এখনও পরিপক্ব হয়নি।
advertisement
8/8
পাতিলেবুর গায়ে খয়েরি বা বাদামি রঙের দাগ থাকলে সেটা কিনবেন না। এই ধরনের লেবুর পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে।
পাতিলেবুর গায়ে খয়েরি বা বাদামি রঙের দাগ থাকলে সেটা কিনবেন না। এই ধরনের লেবুর পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে।
advertisement
advertisement
advertisement