Tips To Get Sparkling Teeth: দাঁতে হলুদ দাগ-ছোপ? মন খুলে হাসতে লজ্জা পান? এই ঘরোয়া উপায়েই দাঁত হবে ঝকঝকে সাদা

Last Updated:
প্রাণ খুলে হাসুন...আর দাঁতে হলদে দাগ-ছোপের ভয় করতে হবে না! এই ঘরোয়া উপায়ে দাঁত হবে দুধের মত সাদা
1/6
দাঁত সাদা-ঝকঝকে রাখতে চান? হাজার চেষ্টা করেও পারছে না? দাঁতে হলদে দাগ-ছোপ পড়ছে? এই সমস্যার কারণে প্রকাশ্যে হাসতেও লজ্জা পান? চিন্তা এবার দূরে রাখুন। এই ঘরোয়া উপায়ে দাঁত হবে দুধের মত সাদা।
দাঁত সাদা-ঝকঝকে রাখতে চান? হাজার চেষ্টা করেও পারছে না? দাঁতে হলদে দাগ-ছোপ পড়ছে? এই সমস্যার কারণে প্রকাশ্যে হাসতেও লজ্জা পান? চিন্তা এবার দূরে রাখুন। এই ঘরোয়া উপায়ে দাঁত হবে দুধের মত সাদা।
advertisement
2/6
 সাদা দাঁত পেতে ব্যবহার করুন বেকিং সোডা ও লেবু। ৩০ গ্রাম বেকিং সোডার সঙ্গে ১ টি লেবুর রস মিশিয়ে টুথব্রাশে মিশ্রণটি নিয়ে দাঁত মাজুন। তবে, এটি খুব বেশি ব্যবহার করবেন না।
সাদা দাঁত পেতে ব্যবহার করুন বেকিং সোডা ও লেবু। ৩০ গ্রাম বেকিং সোডার সঙ্গে ১ টি লেবুর রস মিশিয়ে টুথব্রাশে মিশ্রণটি নিয়ে দাঁত মাজুন। তবে, এটি খুব বেশি ব্যবহার করবেন না।
advertisement
3/6
অ্যালোভেরা এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। আধাকাপ বেকিং সোডা, ১ চা চামচ অ্যালোভেরা জেল, ৪ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন এবং ১ চা-চামচ নুনের মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে দাঁত হবে মুক্তোর মত ঝকঝকে
অ্যালোভেরা এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। আধাকাপ বেকিং সোডা, ১ চা চামচ অ্যালোভেরা জেল, ৪ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন এবং ১ চা-চামচ নুনের মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে দাঁত হবে মুক্তোর মত ঝকঝকে
advertisement
4/6
কমলা লেবুর ভিতরের খোসা দিয়ে দাঁত ঘষে নিন, দাঁত হবে সাদা ঝকঝকে।
কমলা লেবুর ভিতরের খোসা দিয়ে দাঁত ঘষে নিন, দাঁত হবে সাদা ঝকঝকে।
advertisement
5/6
একমুঠো তিলের বীজ নিয়ে কয়েক মিনিট চিবিয়ে ফেলে দিন। এরপর দাঁতের ফাঁকে আটকে থাকা বীজ বার করতে পেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতে হবে।
একমুঠো তিলের বীজ নিয়ে কয়েক মিনিট চিবিয়ে ফেলে দিন। এরপর দাঁতের ফাঁকে আটকে থাকা বীজ বার করতে পেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতে হবে।
advertisement
6/6
এই টিপস-এ খুব সহজে দাঁতের দাগ দূর হবে,দাঁত হবে ঝকমকে-উজ্জ্বল। দাঁতের সমস্ত দাগছোপ উধাও হবে
এই টিপস-এ খুব সহজে দাঁতের দাগ দূর হবে,দাঁত হবে ঝকমকে-উজ্জ্বল। দাঁতের সমস্ত দাগছোপ উধাও হবে
advertisement
advertisement
advertisement