আর কয়েক ঘণ্টার অপেক্ষা! নতুন বছর আসল বলে! আর বর্ষবরণের রাতে '' বেয়ারা চালাও ফোয়ারা...'' তো হবেই! কিন্তু বছরের পয়লা দিনটা যদি হ্যাং ওভারে কাটে, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্লান্তি চেপে বসে, তবে কি তা আর ভাল? কাজেই, আজ রাতে যতই হুল্লোড় করুন, মাথায় রাখুন হ্যাং ওভার কাটানোর কিছু অব্যর্থ টিপস--
Photo Source: Collected