কিছুতেই দাগমুক্ত হয় না চশমা ও রোদচশমার কাচ? মুছে নিন এই জিনিসগুলি দিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Cleaning spectacles : সানগ্লাস বা চশমা নিয়মিত পরিষ্কার রাখুন ৷ কোন কোন তরল দিয়ে চশমা ও রোদচশমার কাচ পরিষ্কার করবেন, জেনে রাখুন৷
চশমা একদিকে ফ্যাশনেবল, অন্যদিকে অত্যন্ত প্রয়োজনীয় ৷ বিশেষ করে যাঁদের চোখে হাই মাইনাস পাওয়ারে চশমা, তাঁরা তো এটা ছাড়া কার্যত অচল ৷ কম্পিউটার, মোবাইলের স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে রক্ষা করে চশমা ৷ তাই সানগ্লাস বা চশমা নিয়মিত পরিষ্কার রাখুন ৷ কোন কোন তরল দিয়ে চশমা ও রোদচশমার কাচ পরিষ্কার করবেন, জেনে রাখুন৷
advertisement
advertisement
advertisement
advertisement