বড়দিনের ছুটির মরসুম বলে কথা, তার সঙ্গে ঠান্ডাটাও নেহাত কম তো আর পড়েনি। ফলে, বছর শেষের মুখে প্রিয় বন্ধু থেকে পরিচিত- সবার সঙ্গেই চলছে পান-ভোজনের পালা। আর কিছু না হোক, ঠান্ডা কাটাতে অনেকেই আমরা চুমুক দিচ্ছি প্রিয় মদের গেলাসে। সময় ভালো কাটছে, সন্দেহ নেই। কিন্তু সব ক্রিয়ারই তো একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রে মনের সুখে মদ খাওয়ার প্রতিক্রিয়াটা হচ্ছে পরের দিন সকালে দারুণ হ্যাংওভার। ছিঁড়ে পড়ার মতো মাথায় ব্যথা, গলা তেষ্টায় শুকিয়ে কাঠ, সারা শরীরে নিদারুণ ক্লান্তি, গা গোলাতে থাকা আর সব সময়েই বমি হয়ে যাওয়ার আশঙ্কা- হ্যাংওভারের এই সব লক্ষণের সঙ্গে আমরা সকলেই কম-বেশি পরিচিত। ছবি: পেক্সেলস