রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান? জেনে নিন কী করবেন !

Last Updated:
রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান ধরার ঘটনা বেশ সাধারণ ৷
1/4
রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান ধরার ঘটনা বেশ সাধারণ ৷ প্রায় সব মানুষই কখনও কখনও এই অসহ্য যন্ত্রণা ভোগ করে ৷ তবে সামান্য কিছু যোগব্যায়ামের মাধ্যমেই কমানো যায় মাসল ক্র্যাম্প। মাসেরে ক্র্যাম্প হলে নিজের এই ব্যায়াম গুলো করে ফেলুন ৷ দেখবেন স্বস্তি পাবেন ৷ Photo Collected
রাতে ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান ধরার ঘটনা বেশ সাধারণ ৷ প্রায় সব মানুষই কখনও কখনও এই অসহ্য যন্ত্রণা ভোগ করে ৷ তবে সামান্য কিছু যোগব্যায়ামের মাধ্যমেই কমানো যায় মাসল ক্র্যাম্প। মাসেরে ক্র্যাম্প হলে নিজের এই ব্যায়াম গুলো করে ফেলুন ৷ দেখবেন স্বস্তি পাবেন ৷ Photo Collected
advertisement
2/4
পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন৷ Photo Collected
পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন৷ Photo Collected
advertisement
3/4
উরুর পিছনের পেশিতে টান ধরলে চিৎ হয়ে শুয়ে পা ভাঁজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটা পারা যায়। এরপর উরুর পেছনের পেশিতে আলতো হাতে মালিশ করুন ৷ হট ব্যাগ ব্যবহার করুন ৷
উরুর পিছনের পেশিতে টান ধরলে চিৎ হয়ে শুয়ে পা ভাঁজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটা পারা যায়। এরপর উরুর পেছনের পেশিতে আলতো হাতে মালিশ করুন ৷ হট ব্যাগ ব্যবহার করুন ৷
advertisement
4/4
facebook-linked_image___woman-sleeping
facebook-linked_image___woman-sleeping
advertisement
advertisement
advertisement