Married Life: দাম্পত্যে আপনার স্ত্রীকে সম্পর্কের রসায়নে সুখী করতে চান? রইল সহজ টিপস

Last Updated:
Married Life: স্ত্রীর মনে হতে থাকে দীর্ঘ দাম্পত্যে তিনি টেকন ফর গ্রান্টেড৷ সম্পর্কের গোড়ায় তখন ধরতে থাকে ঘুণপোকা৷
1/8
সম্পর্কে ভাল থাকতে গেলে দু’জনকেই একে অপরের খেয়াল রাখতে হয়৷ অনেক সময়েই দেখা যায় স্ত্রীর ভালালাগা, মন্দলাগাকে গুরুত্ব দিচ্ছেন না স্বামী৷ ফলে স্ত্রীর মনে হতে থাকে দীর্ঘ দাম্পত্যে তিনি টেকন ফর গ্রান্টেড৷ সম্পর্কের গোড়ায় তখন ধরতে থাকে ঘুণপোকা৷
সম্পর্কে ভাল থাকতে গেলে দু’জনকেই একে অপরের খেয়াল রাখতে হয়৷ অনেক সময়েই দেখা যায় স্ত্রীর ভালালাগা, মন্দলাগাকে গুরুত্ব দিচ্ছেন না স্বামী৷ ফলে স্ত্রীর মনে হতে থাকে দীর্ঘ দাম্পত্যে তিনি টেকন ফর গ্রান্টেড৷ সম্পর্কের গোড়ায় তখন ধরতে থাকে ঘুণপোকা৷
advertisement
2/8
নারীর মনের কথা বোঝা কঠিন, একথা বলা হয়ে আসছে যুগ যুগ ধরেই৷ কিন্তু সেই মিথ ভেঙে ফেলাও অসম্ভব নয়৷ শুধু দরকার, একটু প্রয়াস৷ স্ত্রীকে অনুভব করতে দিন আপনি তাঁর কথা ভাবেন, তাঁকে ভালবাসেন৷ নইলে তাঁর মনে হতে পারে তিনি একতরফা ভাবে সংসারের জন্য করে যাচ্ছেন৷
নারীর মনের কথা বোঝা কঠিন, একথা বলা হয়ে আসছে যুগ যুগ ধরেই৷ কিন্তু সেই মিথ ভেঙে ফেলাও অসম্ভব নয়৷ শুধু দরকার, একটু প্রয়াস৷ স্ত্রীকে অনুভব করতে দিন আপনি তাঁর কথা ভাবেন, তাঁকে ভালবাসেন৷ নইলে তাঁর মনে হতে পারে তিনি একতরফা ভাবে সংসারের জন্য করে যাচ্ছেন৷
advertisement
3/8
সৎ স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ যে কোনও সম্পর্কে৷ স্ত্রী কথা শুনুন৷ তাঁর চিন্তাভাবনার সমাদর করুন৷ আপনার কাছে তাঁর মন খুলে কথা বলার পরিসর রাখুন৷ ঝগড়া বিবাদ বা মানসিক টানাপড়েনের মুহূর্তেও নিজের সীমা লঙ্ঘন করবেন না৷
সৎ স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ যে কোনও সম্পর্কে৷ স্ত্রী কথা শুনুন৷ তাঁর চিন্তাভাবনার সমাদর করুন৷ আপনার কাছে তাঁর মন খুলে কথা বলার পরিসর রাখুন৷ ঝগড়া বিবাদ বা মানসিক টানাপড়েনের মুহূর্তেও নিজের সীমা লঙ্ঘন করবেন না৷
advertisement
4/8
স্ত্রীর কোনও কাজ ভাল লাগলে মন খুলে প্রশংসা করুন৷ ভালবাসা জানান৷ রোম্যান্টিক ডেটের পরিকল্পনা করুন৷ অকারণেও উষ্ণ আলিঙ্গন দিন৷ ছোট ছোট এই ঘটনাগুলি সম্পর্কের বন্ধন মজবুত করে তোলে৷
স্ত্রীর কোনও কাজ ভাল লাগলে মন খুলে প্রশংসা করুন৷ ভালবাসা জানান৷ রোম্যান্টিক ডেটের পরিকল্পনা করুন৷ অকারণেও উষ্ণ আলিঙ্গন দিন৷ ছোট ছোট এই ঘটনাগুলি সম্পর্কের বন্ধন মজবুত করে তোলে৷
advertisement
5/8
আপনার স্ত্রীর জীবনে নিশ্চয়ই কিছু স্বপ্ন ও লক্ষ্য আছে। সেগুলি আপনিও সমর্থন করুন। স্বপ্নপূরণের পথে আপনির তাঁর পাশে থাকুন। ভরসা দিন। সফল নারী হওয়ার পিছনে পুরুষের সমর্থনও দরকার।
আপনার স্ত্রীর জীবনে নিশ্চয়ই কিছু স্বপ্ন ও লক্ষ্য আছে। সেগুলি আপনিও সমর্থন করুন। স্বপ্নপূরণের পথে আপনির তাঁর পাশে থাকুন। ভরসা দিন। সফল নারী হওয়ার পিছনে পুরুষের সমর্থনও দরকার।
advertisement
6/8
একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান। একসঙ্গে হাঁটা, সিনেমা দেখা বা নিত্যনতুন শখে মন দিন। নানা বিষয়ে সংলাপ দুজনের একান্ত মুহূর্তকে সমৃদ্ধ করে তোলে।
একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান। একসঙ্গে হাঁটা, সিনেমা দেখা বা নিত্যনতুন শখে মন দিন। নানা বিষয়ে সংলাপ দুজনের একান্ত মুহূর্তকে সমৃদ্ধ করে তোলে।
advertisement
7/8
দুজনের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম বজায় থাকলে সম্পর্কের বন্ধন মজবুত হয়। নিদের সীমা রক্ষা করেই যে কোনও বিষয়ে মতামত নিন স্ত্রীর। তাঁর কথাতেও গুরুত্ব দিন। দুজনের বন্ধন দীর্ঘ হলে সম্পর্ক মজবুত হয়।
দুজনের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম বজায় থাকলে সম্পর্কের বন্ধন মজবুত হয়। নিদের সীমা রক্ষা করেই যে কোনও বিষয়ে মতামত নিন স্ত্রীর। তাঁর কথাতেও গুরুত্ব দিন। দুজনের বন্ধন দীর্ঘ হলে সম্পর্ক মজবুত হয়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement