Electric Bill: বাঁচবে মোটা টাকা, একলাফে কমবে বাড়ির ইলেকট্রিক বিল, এসি চালানোর সময় ছোট্ট বদলেই 'মালামাল' হবেন!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Electric Bill: অনেকে এসি ও ফ্যান দুটোই একসঙ্গে চালান৷ তবে কেউ কেউ মনে করেন এসি ও ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুতের বিলও বেশি আসে৷ তবে এটা কতটা ঠিক,তা গরমের আগে জেনে নেওয়াটা ভীষণ জরুরি৷
advertisement
advertisement
advertisement
advertisement
আরেকটি বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ তা হল আপনি যখন আপনার বাড়িতে এসির পাশাপাশি ফ্যানটি চালু রাখেন, তখন এটি বিদ্যুৎ সাশ্রয় করে। এরজন্য এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ এর মধ্যে সেট করুন। তবে ফ্যানটিকে খুব জোরে নয়, বরং ধীর গতিতে চালান। এটি কেবল দ্রুত ঘরকে ঠান্ডা করবে না, বরং সিলিং ফ্যানটি গরম হাওয়াকে ভিতরে আসতে বাধা দেবে।
advertisement
advertisement
advertisement
বাজারে অনেক ধরনের এসি পাওয়া যায়, যেগুলোতে সময় নির্ধারণের বৈশিষ্ট্যও রয়েছে। তাই আপনি যখনই এসি চালাবেন, দুই বা চার ঘণ্টার জন্য এর টাইমার সেট করুন এবং ফ্যানটি চালু করুন যাতে আপনি রাতে আরামে ঘুমাতে পারেন। এইভাবে নিয়ম মেনে যদি এসি চালান তবে বিদ্যুতের বিল খুব বেশি হবে না এবং প্রচণ্ড গরমে আরামে ঘরে থাকতে পারবেন। আর মাসের শেষে ইলেকট্রিক বিল নিয়ে আর চিন্তা করতে হবে না৷