ঘিনঘিনে টয়লেট? দুর্গন্ধে ঢোকা যায় না? এক 'চিমটে' নুনেই মিলবে আশ্চর্য ফল! কী ভাবে? জানুন
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips and Tricks: টয়লেট পরিষ্কার করতে দামি ক্লিনার নয়, রান্নাঘরের নুনই হতে পারে সবচেয়ে সস্তা ও কার্যকর সমাধান। কী ভাবে ব্যাবহার করবেন? জেনে নিন।
advertisement
🧂 কেন টয়লেটে নুন ব্যবহার করবেন? বাথরুম পরিষ্কার করা অনেকের কাছেই এক ঝামেলার কাজ। কিন্তু এটি ঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত জায়গা, যেখানে জীবাণু ও ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি জমে। অনেকে মনে করেন, এটি পরিষ্কার রাখতে দামি বা শক্তিশালী রাসায়নিক পণ্য দরকার, কিন্তু তা নয়। ঘরোয়া, প্রাকৃতিক ও সস্তা এক উপায়েই সমাধান — টয়লেটে নুন ব্যবহার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
🧽 আরও কিছু সহজ টিপস ব্রাশ দিয়ে ঘষুন: টয়লেট ব্রাশের সাহায্যে কোণ ও প্রান্তের ময়লা পরিষ্কার করুন। স্টিম ব্যবহার করুন: গরম স্টিমে ছত্রাক মরে যায়, তবে বেশি ব্যবহার করলে টাইলসের ক্ষতি হতে পারে। ব্লিচ ব্যবহার করুন: হালকা ব্লিচে টাইলস উজ্জ্বল হয়। গ্রাউট পেইন্ট করুন: পুরনো টাইলসের ফাঁক সাদা রঙে রঙ করলে বাথরুম নতুন দেখাবে।
advertisement
⚖️ নুন বনাম রাসায়নিক ক্লিনার অনেকে ভাবেন, দোকান থেকে কেনা রাসায়নিক পণ্যই সবচেয়ে কার্যকর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নুনের সুবিধা অনেক — সাশ্রয়ী: এটি সস্তা ও সহজলভ্য। নিরাপদ: প্রাকৃতিক উপাদান, ক্ষতিকর রাসায়নিক নেই। কার্যকর: নুন, বেকিং সোডা ও গরম জল ব্যাকটেরিয়া ও দাগ একসঙ্গে দূর করে। বহুমুখী: রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার—সব জায়গাতেই কাজে লাগে।