Jalpaiguri: দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের এই জায়গা! বেড়িয়ে পড়েননি তো? যাওয়ার আগে জেনে নিন
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে সাফারির উপর জারি হয়েছে আংশিক নিষেধাজ্ঞা। বন দফতরের নির্দেশ অনুযায়ী আপাতত বন্ধ রাখা হয়েছে মেদলা ওয়াচটাওয়ার।
advertisement
advertisement
বন দফতর সূত্রে খবর, ভুটান পাহাড়ে টানা প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্স অঞ্চলের একাধিক নদী ও ঝোরা ভয়ঙ্কর রূপ নিয়েছে। জলদাপাড়া ও গরুমারার জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলিতে জলের স্রোত বেড়ে যাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ। ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক হরিণ ও দুটি গণ্ডার। এর মধ্যে একটি গণ্ডারের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
advertisement
advertisement







