Weight Control Tips: সকালে ঘুম ভাঙার ৩০ মিনিটের মধ্যে পান করুন এই 'ম্যাজিক' পানীয়, ৩০ দিনেই হাতে-নাতে ফল
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Weight Control Tips: ওজন বাড়ানোর জন্য এবং যারা ওজন মেন্টেন করতে চাইছেন, তাদের জন্য এই পানীয় সবচেয়ে কার্যকরী এবং স্বাস্থ্যকর।
*অনেকই আছেন যারা অতিরিক্ত রোগা হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছেন। বহু ডাক্তার দেখিয়ে, ডায়েট করেও আপনার ওজন বাড়াতে পারেননি। তবে এ বার আর চিন্তা করবেন না। আজকের প্রতিবেদনে এমন একটা পানীয়ের কথা আপনাদের বলব, যেটা খেলে মাত্র একমাসেই লক্ষ্য করতে পারবেন ওজনের তফাৎ। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*খাদ্য তালিকায় প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ ব্যালেন্স করে রাখতে হবে। পানীয় তৈরির উপকরণ: প্রথমেই নিয়ে নিতে হবে আগের দিন রাতে ভিজিয়ে রাখা ৬ পিস কাঠবাদাম, ৪ পিস কাজুবাদাম , দুটো আখরোট, ৫-৭ গ্রাম কিসমিস, ৬-৭ পিস মাখনা (পদ্ম ফুলের বীজ থেকে তৈরি করা খই) , ১ টা আনজির , ২ টো খেজুর, ১ টেবিল চামচ ভাজা ওটস। সংগৃহীত ছবি।
advertisement
*খাদ্য তালিকায় প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ ব্যালেন্স করে রাখতে হবে। পানীয় তৈরির উপকরণ: প্রথমেই নিয়ে নিতে হবে আগের দিন রাতে ভিজিয়ে রাখা ৬ পিস কাঠবাদাম, ৪ পিস কাজুবাদাম , দুটো আখরোট, ৫-৭ গ্রাম কিসমিস, ৬-৭ পিস মাখনা (পদ্ম ফুলের বীজ থেকে তৈরি করা খই) , ১ টা আনজির , ২ টো খেজুর, ১ টেবিল চামচ ভাজা ওটস। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement