Homely Diabetes Control Tips: আপনার রান্নাঘরেই আছে ডায়াবেটিসের যম, শরীরের সুগার লেভেল রাখে 'পারফেক্ট'! খেলে তড়তড়িয়ে নামবে শর্করার মাত্রা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
পারফেক্ট সুগার লেভেল রাখতে গেলে এটা খান নিয়মিত, ঘরেই পাবেন
রান্নায় গরমমশলা হিসেবে লবঙ্গ দেওয়ার চল বহু প্রাচীন কাল থেকেই।মুখশুদ্ধি হিসেবে জোয়ান কিংবা মৌরির মতো ঘুরতে-ফিরতে মুখে লবঙ্গ দেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আগে তো মাউথ ফ্রেশনারের চল ছিল না, মুখের দুর্গন্ধ দূর করার টোটকাই ছিল লবঙ্গ। আবার, মারাত্মক কাশি থেকে রেহাই পেতেও লবঙ্গের চা দারুণ উপকারী।তবে আর কী কী উপকার রয়েছে? এই বিষয়ে আমাদের পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট ডক্টর সুকান্ত কুমার মল্লিক।
advertisement
advertisement
advertisement
advertisement
চা আমাদের অনেকেরই প্রিয় পানীয়। অনেকের তো এক কাপ চা না পেলে ঘুমই ভাঙতে চায় না। এই পানীয় মুখে পড়লেই যেন দিন শুরু। তাই তো চা প্রতি বাড়িতেই প্রায় মজুত থাকে। তবে শুধু চা নয়, বরং আমরা এখন চায়ে নানা উপকরণ মিশিয়ে খেয়ে নিই। অনেকেই চায়ে তুলসী বা লবঙ্গ মিশিয়ে পান করেন। তুলসী চায়ের পাশাপাশি লবঙ্গ চায়ের রয়েছে নানা উপকারিতা। আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন জীবাণু। এরা আমাদের শরীরে সংক্রমণ তৈরি করে। তবে লবঙ্গ চা খেলে এই দিক থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন।