Benefits of Aparajita Flower:ফল নয় ফুলেই ক্লিনবোল্ড! মাইগ্রেন থেকে কোষ্ঠকাঠিন্য, নীলফুলেই খেলা শেষ ডজন ডজন রোগের

Last Updated:
Benefits of Aparajita Flower: নীল রঙের এই ফুল দেখতে অতি চমৎকার। তেমনই এই গাছ ঔষধিগুণেও ভরপুর। বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
1/11
শনিদেবের পুজোয় অপরাজিতা ফুল নিবেদন করা হয়। শিব পুজোতেও লাগে। নীল রঙের এই ফুল দেখতে অতি চমৎকার। তেমনই এর গাছ ঔষধিগুণেও ভরপুর।
শনিদেবের পুজোয় অপরাজিতা ফুল নিবেদন করা হয়। শিব পুজোতেও লাগে। নীল রঙের এই ফুল দেখতে অতি চমৎকার। তেমনই এর গাছ ঔষধিগুণেও ভরপুর।
advertisement
2/11
আয়ুর্বেদে অপরাজিতাকে গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
আয়ুর্বেদে অপরাজিতাকে গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
advertisement
3/11
আয়ুর্বেদাচার্জ ডাঃ সুশান্ত লোকাল18-কে বলেন, আয়ুর্বেদ শাস্ত্রে অপরাজিতা গাছের অনেক ঔষধি গুণের বর্ণনা রয়েছে। এর বীজ, পাতা এবং শিকড়কে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা।
আয়ুর্বেদাচার্জ ডাঃ সুশান্ত লোকাল18-কে বলেন, আয়ুর্বেদ শাস্ত্রে অপরাজিতা গাছের অনেক ঔষধি গুণের বর্ণনা রয়েছে। এর বীজ, পাতা এবং শিকড়কে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা।
advertisement
4/11
কী কী রোগে অপরাজিতা গাছ ব্যবহার করা হয়?মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি: আয়ুর্বেদাচার্জ সুশান্ত বলেন, অপরাজিতা গাছের শিকড় পিষে রস বের করে নাকে লাগালে মাইগ্রেনের সমস্যা কমে যায়। শুধু ৫ থেকে ৬ ফোঁটা দিলেই হবে। এটা ব্যবহার করাও সহজ।
কী কী রোগে অপরাজিতা গাছ ব্যবহার করা হয়?মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি: আয়ুর্বেদাচার্জ সুশান্ত বলেন, অপরাজিতা গাছের শিকড় পিষে রস বের করে নাকে লাগালে মাইগ্রেনের সমস্যা কমে যায়। শুধু ৫ থেকে ৬ ফোঁটা দিলেই হবে। এটা ব্যবহার করাও সহজ।
advertisement
5/11
শিকড়, পাতা এবং বীজের ঔষধি গুণ: শিকড়ের পাশাপাশি এর পাতাও খুব উপকারী। প্রাচীন কাল থেকে মাম্পসের সমস্যায় অপরাজিতার পাতা ব্যবহার করা হয়।
শিকড়, পাতা এবং বীজের ঔষধি গুণ: শিকড়ের পাশাপাশি এর পাতাও খুব উপকারী। প্রাচীন কাল থেকে মাম্পসের সমস্যায় অপরাজিতার পাতা ব্যবহার করা হয়।
advertisement
6/11
সুশান্ত বলেন, শিলা লবণ ও সরষের তেলের সঙ্গে অপরাজিতা পাতা বেটে পেস্টের আকারে লাগালে আরাম মেলে। ফোলা ধীরে ধীরে কমে যায়।
সুশান্ত বলেন, শিলা লবণ ও সরষের তেলের সঙ্গে অপরাজিতা পাতা বেটে পেস্টের আকারে লাগালে আরাম মেলে। ফোলা ধীরে ধীরে কমে যায়।
advertisement
7/11
যাঁরা অতিরিক্ত ঘামেন, বিশেষ করে হাত এবং পায়ের তালু ঘামে ভিজে যায়, তাঁদের ২ চা চামচ অপরাজিতার পাতার রসের সঙ্গে ৬ থেকে ৭ ফোঁটা আদার রস মিশিয়ে পান করা উচিত।
যাঁরা অতিরিক্ত ঘামেন, বিশেষ করে হাত এবং পায়ের তালু ঘামে ভিজে যায়, তাঁদের ২ চা চামচ অপরাজিতার পাতার রসের সঙ্গে ৬ থেকে ৭ ফোঁটা আদার রস মিশিয়ে পান করা উচিত।
advertisement
8/11
তাহলে এই সমস্যা ধীরে ধীরে কমে যাবে।অপরাজিতার বীজও ঔষুধিগুণে ভরপুর। পেটের যে কোনও সমস্যায় কার্যকরী ভূমিকা নেয়। এ ক্ষেত্রে ২ গ্রাম অপরাজিতা বীজের গুঁড়ো, ২ চিমটি শিলা লবণ এবং ২ চিমটি শুকনো আদা ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তাহলে এই সমস্যা ধীরে ধীরে কমে যাবে।অপরাজিতার বীজও ঔষুধিগুণে ভরপুর। পেটের যে কোনও সমস্যায় কার্যকরী ভূমিকা নেয়। এ ক্ষেত্রে ২ গ্রাম অপরাজিতা বীজের গুঁড়ো, ২ চিমটি শিলা লবণ এবং ২ চিমটি শুকনো আদা ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
advertisement
9/11
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি মিলবে।প্রচণ্ড জ্বরে অপরাজিতা ফুলের চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটা শরীরের তাপমাত্রা কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি মিলবে।প্রচণ্ড জ্বরে অপরাজিতা ফুলের চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটা শরীরের তাপমাত্রা কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
advertisement
10/11
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি মিলবে।প্রচণ্ড জ্বরে অপরাজিতা ফুলের চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটা শরীরের তাপমাত্রা কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বাত ও পিত্তের ভারসাম্য বজায় রাখতেও এর জুড়ি নেই।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি মিলবে।প্রচণ্ড জ্বরে অপরাজিতা ফুলের চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটা শরীরের তাপমাত্রা কমাতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বাত ও পিত্তের ভারসাম্য বজায় রাখতেও এর জুড়ি নেই।
advertisement
11/11
পাশাপাশি এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
পাশাপাশি এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
advertisement
advertisement
advertisement