গা ছমছমে ভৌতিক পরিবেশ ! এই ৭ রাস্তায় ভূতের আনাগোনা সকাল-সন্ধেয় . . .

Last Updated:
1/8
সিনেমায় অনেক সময়েই গা ছমছম করার মত দৃশ্য বেশ খানিকটা ভয়ের সঞ্চার ঘটায় ৷ ভূতপ্রেতের আত্মা দৃশ্য প্রাণে শিহরণের সৃ৷টি কর থাকে ৷ এমন ঘটনা যদি বাস্তবে ঘটে তাকে তবে হাড়হিম হবেই হবে ৷ ভূত-প্রেত বা প্রেতাত্মা নিয়ে এখনও তেমন কোনও সঠিক প্রমাণ মেলেনি ৷ ছবি সংগৃহীত ৷
সিনেমায় অনেক সময়েই গা ছমছম করার মত দৃশ্য বেশ খানিকটা ভয়ের সঞ্চার ঘটায় ৷ ভূতপ্রেতের আত্মা দৃশ্য প্রাণে শিহরণের সৃ৷টি কর থাকে ৷ এমন ঘটনা যদি বাস্তবে ঘটে তাকে তবে হাড়হিম হবেই হবে ৷ ভূত-প্রেত বা প্রেতাত্মা নিয়ে এখনও তেমন কোনও সঠিক প্রমাণ মেলেনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
এমন অনেক মানুষ আছেন যাঁরা ভূতের ভয় পেয়ে থাকেন ৷ তাঁরা এই প্রতিবেদনটি মনে কিছুটা সাহস সঞ্চয় করেই পড়ার সাহস করুন ৷ এমন কিছু রাস্তাঘাটের সন্ধান দেওয়া হয়েছে দেখলে সত্যি গা ছমছম করে উঠবে ৷ ছবি সংগৃহীত ৷
এমন অনেক মানুষ আছেন যাঁরা ভূতের ভয় পেয়ে থাকেন ৷ তাঁরা এই প্রতিবেদনটি মনে কিছুটা সাহস সঞ্চয় করেই পড়ার সাহস করুন ৷ এমন কিছু রাস্তাঘাটের সন্ধান দেওয়া হয়েছে দেখলে সত্যি গা ছমছম করে উঠবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
NH-49 : একে হাইওয়ের ইস্টকোস্ট রোডও বলা হয়ে থাকে ৷ এই হাইওয়ে পশ্চিমবঙ্গ-তামিলনাড়ুকে এক করেছে ৷ চেন্নাই থেকে পুডুচেরি যাওয়ার মাঝে বেশ কিছু ভৌতিক কাণ্ড ঘটে থাকে যা অনেকেই মনে করে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
NH-49 : একে হাইওয়ের ইস্টকোস্ট রোডও বলা হয়ে থাকে ৷ এই হাইওয়ে পশ্চিমবঙ্গ-তামিলনাড়ুকে এক করেছে ৷ চেন্নাই থেকে পুডুচেরি যাওয়ার মাঝে বেশ কিছু ভৌতিক কাণ্ড ঘটে থাকে যা অনেকেই মনে করে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
রাঁচি-জামশেদপুর-NH3 : এই হাইওয়ে অনেক ধরনের ভৌতিক ও অশরীরী ঘটনা ঘটে থাকে ৷ এই হাইওয়ে দিয়ে যেতে বুকের কলজেতে অনেক বেশি সাহজ প্রয়োজন হয়ে থাকে ৷ এই হাইওয়ের দু'ধারে মন্দির রয়েছে ৷ রাজগীরে এসে এমন কেউ নেই মন্দিরে পুজো না দিলে অশরীরী আত্মা যেকোনও ক্ষতি করতেই পারে ৷ ছবি সংগৃহীত ৷
রাঁচি-জামশেদপুর-NH3 : এই হাইওয়ে অনেক ধরনের ভৌতিক ও অশরীরী ঘটনা ঘটে থাকে ৷ এই হাইওয়ে দিয়ে যেতে বুকের কলজেতে অনেক বেশি সাহজ প্রয়োজন হয়ে থাকে ৷ এই হাইওয়ের দু'ধারে মন্দির রয়েছে ৷ রাজগীরে এসে এমন কেউ নেই মন্দিরে পুজো না দিলে অশরীরী আত্মা যেকোনও ক্ষতি করতেই পারে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
মুম্বই-নাসিক হাইওয়ে : এই হাইওয়ের কসারা ঘাটকে নিয়ে অনেক ভৌতিক ঘটনার কথা বহুল প্রচলিত ৷ রাস্তায় মাথা কাটা বৃদ্ধার শরীর দেখতে পাওয়া যায় তো কখনও বৃদ্ধ মানুষদের দেখতে পাওয়া যায় ৷ রাস্তার দু'ধারে প্রকাণ্ড গাছের কারণেই সমগ্র এলাকা জঙ্গলের রূপ ধারণ করেছে ৷ ছবি সংগৃহীত ৷
মুম্বই-নাসিক হাইওয়ে : এই হাইওয়ের কসারা ঘাটকে নিয়ে অনেক ভৌতিক ঘটনার কথা বহুল প্রচলিত ৷ রাস্তায় মাথা কাটা বৃদ্ধার শরীর দেখতে পাওয়া যায় তো কখনও বৃদ্ধ মানুষদের দেখতে পাওয়া যায় ৷ রাস্তার দু'ধারে প্রকাণ্ড গাছের কারণেই সমগ্র এলাকা জঙ্গলের রূপ ধারণ করেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/8
দিল্লি ক্যান্টনমেন্ট রোড : অনেকে মনে করে থাকেন রাতের দিকে সাদা রঙের গাড়িতে এখানে মহিলাকে দেকা যায় ৷ এই রাস্তাও প্রাণে শিহরণ তোলে ৷ ছবি সংগৃহীত ৷
দিল্লি ক্যান্টনমেন্ট রোড : অনেকে মনে করে থাকেন রাতের দিকে সাদা রঙের গাড়িতে এখানে মহিলাকে দেকা যায় ৷ এই রাস্তাও প্রাণে শিহরণ তোলে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
দিল্লি-জয়পুর হাইওয়ে : এই রাস্তা ধানগড় কেল্লার সঙ্গে সংযুক্ত এই জায়গা নিয়ে বহুল প্রচলিত প্রাণে কম্পন তোলার মত অনেক অনেক ঘটনার সাক্ষী হয়েছে সাধারণ মানুষ ৷ ছবি সংগৃহীত ৷
দিল্লি-জয়পুর হাইওয়ে : এই রাস্তা ধানগড় কেল্লার সঙ্গে সংযুক্ত এই জায়গা নিয়ে বহুল প্রচলিত প্রাণে কম্পন তোলার মত অনেক অনেক ঘটনার সাক্ষী হয়েছে সাধারণ মানুষ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
বেসেন্ট অ্যাভিনিউ (চেন্নাই) : সন্ধে নামলেই এখানে অনেক হাড়হিম করার মত ঘটনা ঘটে থাকে ৷ অনেক সময়েই অশরীরী আত্মা মানুষকে থাপ্পর ও মারে ৷ এমন ঘটনার অভিজ্ঞতাও রয়েছে ৷
বেসেন্ট অ্যাভিনিউ (চেন্নাই) : সন্ধে নামলেই এখানে অনেক হাড়হিম করার মত ঘটনা ঘটে থাকে ৷ অনেক সময়েই অশরীরী আত্মা মানুষকে থাপ্পর ও মারে ৷ এমন ঘটনার অভিজ্ঞতাও রয়েছে ৷
advertisement
advertisement
advertisement