শরীরে এই ৭টি লক্ষণ দেখা গেলেই মহিলারা সাবধান, হয়তো থাবা বসিয়েছে থাইরয়েড

Last Updated:
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
1/8
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল ঘরে ঘরে থাইরয়েডে আক্রান্তের হদিশ মেলে! বিশেষজ্ঞরা বলছেন,মহিলাদের শরীরে যদি এই ৮টি লক্ষণ দেখা যায়, তবে সাবধান হন! হয়তো আপনি থাইরয়েডে আক্রান্ত! একনজরে দেখে নিন কোন ৮টি উপসর্গের কথা বলা হয়েছে--
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল ঘরে ঘরে থাইরয়েডে আক্রান্তের হদিশ মেলে! বিশেষজ্ঞরা বলছেন,মহিলাদের শরীরে যদি এই ৮টি লক্ষণ দেখা যায়, তবে সাবধান হন! হয়তো আপনি থাইরয়েডে আক্রান্ত! একনজরে দেখে নিন কোন ৮টি উপসর্গের কথা বলা হয়েছে--
advertisement
2/8
ওজন বৃদ্ধি বা কমে যাওয়া-- থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় এবং ওজনের হেরফের দেখা যায়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত ওজন হ্রাস মহিলাদের মধ্যে দেখা সবচেয়ে সাধারণ পরিবর্তনগুলির মধ্যে একটি। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে।  শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, শরীরের ক্যালরি বা ফ্যাটের মাত্রারও পরিবর্তন দেখা যায় এবং এর প্রভাব পড়ে ওজনে
ওজন বৃদ্ধি বা কমে যাওয়া-- থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় এবং ওজনের হেরফের দেখা যায়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত ওজন হ্রাস মহিলাদের মধ্যে দেখা সবচেয়ে সাধারণ পরিবর্তনগুলির মধ্যে একটি। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, শরীরের ক্যালরি বা ফ্যাটের মাত্রারও পরিবর্তন দেখা যায় এবং এর প্রভাব পড়ে ওজনে
advertisement
3/8
ক্লান্তি-- থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগায়। যদি দেখেন দিনের প্রায় সারাটা সময়-ই ক্লান্ত লাগ্যে, অল্পতে হাফিয়ে উঠছেন, সিড়ি উঠতে হাফ ধরছে, তবে চিকিৎসকের পরামর্শ নিন! কারণ, থাইরয়েডের অন্যতম মূল উপসর্গ ক্লান্তি।
ক্লান্তি-- থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি জোগায়। যদি দেখেন দিনের প্রায় সারাটা সময়-ই ক্লান্ত লাগ্যে, অল্পতে হাফিয়ে উঠছেন, সিড়ি উঠতে হাফ ধরছে, তবে চিকিৎসকের পরামর্শ নিন! কারণ, থাইরয়েডের অন্যতম মূল উপসর্গ ক্লান্তি।
advertisement
4/8
খুব ঠান্ডা লাগা-- খুব শীত নয়, অথচ আপনার বেজায় ঠাণ্ডা লাগে? সাবধান! আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে সঞ্চয় করে রাখলে অতিরিক্ত ঠাণ্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।
খুব ঠান্ডা লাগা-- খুব শীত নয়, অথচ আপনার বেজায় ঠাণ্ডা লাগে? সাবধান! আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে সঞ্চয় করে রাখলে অতিরিক্ত ঠাণ্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।
advertisement
5/8
পেশি এবং জয়েন্টে দুর্বলতা ও ব্যথা-- বিপাকের সমস্যার কারণে পেশি এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে যার ফলে পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।
পেশি এবং জয়েন্টে দুর্বলতা ও ব্যথা-- বিপাকের সমস্যার কারণে পেশি এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে যার ফলে পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।
advertisement
6/8
চুল পড়া-- থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, খুব চুল পড়ে।
চুল পড়া-- থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, খুব চুল পড়ে।
advertisement
7/8
মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া-- মনোযোগ দিতে না পারা, বা সহজেই কোন কথা ভুলে যাওয়া, এগুলি থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ।
মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া-- মনোযোগ দিতে না পারা, বা সহজেই কোন কথা ভুলে যাওয়া, এগুলি থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ।
advertisement
8/8
অবসন্নতা-- থাইরয়েড আক্রান্তরা অনেকসময়েই অবসাদে ভোগেন।
অবসন্নতা-- থাইরয়েড আক্রান্তরা অনেকসময়েই অবসাদে ভোগেন।
advertisement
advertisement
advertisement