Cholestertol-Blood Sugar Control Tips: ছোট দানাই ধমনী নিংড়ে বের করে 'বিষ' কোলেস্টেরল! রোজ খেলে নিয়ন্ত্রণে সুগার! শুধু জানুন কখন, কীভাবে খাবেন
- Reported by:Trending Desk
- local18
- Published by:Shubhagata Dey
Last Updated:
Cholestertol-Blood Sugar Control Tips: ধনে বীজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, অনেক মারাত্মক রোগ সারাতেও সহায়ক। ধনে পাতা এবং বীজ উভয়ই মশলা হিসাবে ব্যবহৃত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রতিটি ভারতীয় রান্নাঘরে এ হেন ধনে বীজের উপস্থিতি। ধনে বীজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, অনেক মারাত্মক রোগ সারাতেও সহায়ক। ধনে পাতা এবং বীজ উভয়ই মশলা হিসাবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক চিকিৎসক ডা. পিন্টু ভারতী জানিয়েছেন যে ধনে বীজ মসলা হিসাবে ব্যবহার হওয়ার পাশাপাশি ঔষধি গুণেও পরিপূর্ণ। সংগৃহীত ছবি।
advertisement
*আয়ুর্বেদিক চিকিৎসক জানান, ভিটামিন সি ও ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কপার, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম কার্বোহাইড্রেটের মতো উপাদান ধনে বীজে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর পাতায় পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে। যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক। ধনে বীজ অনেক রোগের চিকিৎসায় সহায়ক। সংগৃহীত ছবি।
advertisement
*ধনে বীজ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে: ধনে বীজে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায়, যা অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর। বদহজমের মতো সমস্যায় এটি খুবই উপকারী। ধনে বীজ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। ধনে বীজ নিয়মিত খেলে ত্বকের অ্যালার্জি দূর হয়। এতে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement









