Teeth Sensitivity Relief: ঠান্ডা গরমের ছোঁয়ায় শিরশির করে কেঁপে ওঠে দাঁত, হয় যন্ত্রণা! সস্তার এই টিপসেই পান মুক্তি, দূর হবে হলুদ ছোপ, মুখের গন্ধও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Teeth Sensitivity Relief: নারকেল তেল দিয়ে 'অয়েল পুলিং' করলে দাঁতের ঠান্ডা-গরমের সমস্যা কমে, প্লাক দূর হয় এবং দাঁত হয় উজ্জ্বল। প্রতিদিন সকালে এই সহজ পদ্ধতি মেনে চললে মুখের ব্যাকটেরিয়া নষ্ট হয় ও মুখের স্বাস্থ্য ভাল থাকে...
advertisement
ওরাল হাইজিন: দাঁতে ঠান্ডা বা গরম লাগা—এই সমস্যা আজকাল খুবই সাধারণ। ছোট থেকে বড়, অনেকেই এর শিকার। কখনও কখনও সমস্যা এতটাই বেড়ে যায় যে কিছু খাওয়ার বা পান করার আগে দশবার ভাবতে হয়, এমনকি প্রিয় খাবার খেলেও অস্বস্তি হয়। এই ডেন্টাল সেন্সিটিভিটির পেছনে কারণ হতে পারে দাঁতের ঠিকমতো যত্ন না নেওয়া, অতিরিক্ত হার্ড ব্রাশ ব্যবহার, পায়োরিয়া বা ক্যাভিটির সূচনা।
advertisement
advertisement
advertisement
কীভাবে ব্যবহার করবেন? ডাক্তার বলছেন, দাঁতের ঠান্ডা-গরম সংবেদন থেকে রেহাই পেতে নারকেল তেল দিয়ে অয়েল পুলিং করতে হবে। আয়ুর্বেদে এই পদ্ধতির অনেক উপকারিতার কথা বলা হয়েছে। এতে দাঁতের সেন্সিটিভিটি তো কমেই, পাশাপাশি দাঁতের হলুদ স্তরও সাফ হতে শুরু করে। এতে মুখের দুর্গন্ধ কমে এবং দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিল্লির ডেন্টাল সার্জন ডা. অমিত গুপ্ত বলেছেন, "প্রতিদিন দাঁতের সঠিক পরিচর্যা না করলে দাঁত ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। তবে ঘরোয়া পদ্ধতিতেও দাঁতের সাদা ভাব ফিরে পাওয়া সম্ভব। নারকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে ‘অয়েল পুলিং’ করলে দাঁতের সাদা ভাব যেমন ফিরে আসে, তেমনই মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়াও কমে যায়।”
advertisement