চিনি ছাড়বেন ভাবছেন? এক মাস চায়ে চিনি না খেলে শরীরে কী হয়...! জানলে আর কখনও ভুল করবেন না
- Published by:Tias Banerjee
Last Updated:
চা থেকে চিনি বাদ দিলে প্রথমে কিছুটা কষ্ট হলেও, ড. পিয়ুষ লোধা জানাচ্ছেন এক মাসে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে, ওজন কমে, ত্বক ও হৃদযন্ত্রের উপকার হয়, মিষ্টির চাহিদাও কমে।
advertisement
দৈনন্দিন চায়ের চিনির অভ্যাস বাদ দেওয়া খুব বড় ত্যাগ মনে নাও হতে পারে, কিন্তু শরীরের প্রতিক্রিয়া এর চেয়ে অনেক গভীর। প্রথম কয়েক দিন কিছুটা কঠিন লাগে—জিভ ও মস্তিষ্ক দু’টোই দ্রুত চিনি-পাওয়ার আনন্দে অভ্যস্ত, তাই হালকা মাথাব্যথা, এনার্জি কমে যাওয়া বা মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছে অনুভূত হতে পারে। এটি স্বাভাবিক; শরীর শুধু সেই দ্রুত গ্লুকোজ-স্পাইক না পাওয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে।
advertisement
advertisement
advertisement
