Tea Leaves Benefits: চা তৈরির পর পাতা ফেলে দেবেন না! এই চা-পাতাতেই চুল,ত্বক ও শরীর হবে ঝলমলে! জানুন

Last Updated:
Tea Leaves Benefits: চা-পাতা ফেলে দিচ্ছেন? জানলে অবাক হবেন এই চা পাতার গুণ! ত্বক থেকে চুলের যত্নে দারুণ কাজের! জানুন বিশেষজ্ঞর মত
1/5
চা তৈরির পর পাতা শুকিয়ে ফেলে রাখুন রোদ্দুর যে এলাকায় আসে সেখানে। যাতে চটজলদি পাতাগুলি শুকিয়ে যায়। তাতে জল থেকে গেলে কিন্তু ফাঙ্গাসের সমস্যা হবে। ফলে চা পাতা শুকিয়ে নিন, আর পরে একেবারে খটখটে হয়ে গেলে তাতে ফেলে দিন মাটি। এই চা পাতাই হয়ে যাবে গাছে দেওয়ার সার।
চা তৈরির পর পাতা শুকিয়ে ফেলে রাখুন রোদ্দুর যে এলাকায় আসে সেখানে। যাতে চটজলদি পাতাগুলি শুকিয়ে যায়। তাতে জল থেকে গেলে কিন্তু ফাঙ্গাসের সমস্যা হবে। ফলে চা পাতা শুকিয়ে নিন, আর পরে একেবারে খটখটে হয়ে গেলে তাতে ফেলে দিন মাটি। এই চা পাতাই হয়ে যাবে গাছে দেওয়ার সার।
advertisement
2/5
বিউটিশিয়ান শুভব্রত রায় বলেন,চুলের কন্ডিশনার হিসাবেও কিন্তু চা পাতার বহু গুণ রয়েছে। চা তৈরির পর পাতাগুলি ভিজিয়ে নিন জলে। এরপর যখন শ্যাম্পু করবেন. তখন শ্যাম্পু করার পর ওই জল ঢেলে নিন চুলে। এতে চুল হবে উজ্জ্বল ও সতেজ!
বিউটিশিয়ান শুভব্রত রায় বলেন, চুলের কন্ডিশনার হিসাবেও কিন্তু চা পাতার বহু গুণ রয়েছে। চা তৈরির পর পাতাগুলি ভিজিয়ে নিন জলে। এরপর যখন শ্যাম্পু করবেন. তখন শ্যাম্পু করার পর ওই জল ঢেলে নিন চুলে। এতে চুল হবে উজ্জ্বল ও সতেজ!
advertisement
3/5
চা খাওয়ার পর টি ব্যাগ জলে ভিজিয়ে নিন। রাত জোগে পড়াশোনা, পার্টি, কিম্বা খেলা দেখার পর ক্লান্ত লাগলে ওই টি ব্যাগটিকে জল থেকে নিয়ে চোখে দিলে মিলতে পারে আরাম। বলা হয়, নিয়মিত ব্যবহারে কমে চোখের নিচের কালো দাগ।
চা খাওয়ার পর টি ব্যাগ জলে ভিজিয়ে নিন। রাত জোগে পড়াশোনা, পার্টি, কিম্বা খেলা দেখার পর ক্লান্ত লাগলে ওই টি ব্যাগটিকে জল থেকে নিয়ে চোখে দিলে মিলতে পারে আরাম। বলা হয়, নিয়মিত ব্যবহারে কমে চোখের নিচের কালো দাগ।
advertisement
4/5
কালো চায়ের পাতা দিয়ে কাঠের আসবাবের পালিশ আরও চমকানো যায়। ব্যবহারের পর চা পাতা কাঠের চেয়ারে একবার বুলিয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন চমক!
কালো চায়ের পাতা দিয়ে কাঠের আসবাবের পালিশ আরও চমকানো যায়। ব্যবহারের পর চা পাতা কাঠের চেয়ারে একবার বুলিয়ে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন চমক!
advertisement
5/5
টি ব্যাগে চা খাওয়ার অভ্যাস থাকলে, চা তৈরির পর ওই ব্যাগটি ফেলবেন না। স্নানের জলে তা ডুবিয়ে নিতে পারেন। বলা হয়, এই জলে স্নান করলে খুবই ফ্রেশ লাগে। এই 'বাথ টি' এই মুহূর্তে বেশ জনপ্রিয়।
টি ব্যাগে চা খাওয়ার অভ্যাস থাকলে, চা তৈরির পর ওই ব্যাগটি ফেলবেন না। স্নানের জলে তা ডুবিয়ে নিতে পারেন। বলা হয়, এই জলে স্নান করলে খুবই ফ্রেশ লাগে। এই 'বাথ টি' এই মুহূর্তে বেশ জনপ্রিয়।
advertisement
advertisement
advertisement