Tattoos: ট্যাটু করালেই ক্যানসারের আশঙ্কা বাড়ে কয়েকগুণ! কোন রং সবচেয়ে খারাপ? গবেষণায় আঁতকে ওঠা তথ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tattoos: ট্যাটু দুই ধরনের। অস্থায়ী এয়ারব্রাশ ট্যাটু, অনেকটা তুলিতে কালি লাগিয়ে ছবি আঁকার মতো। আর স্থায়ী ট্যাটু করা হয় বিশেষ যন্ত্রের মাধ্যমে কালিসহ সুঁচ চামড়ার ভেতরে ঢুকিয়ে।
advertisement
advertisement
তবে, শরীরে আঁকা ট্যাটু যে আপনার মৃত্যুও ডেকে আনতে পারে, তা কি জানেন আপনি? না এইডস নয়, সেই ঝুঁকি তো আগেও ছিল। বিজ্ঞানীদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে ট্যাটুর রং। বিজ্ঞানীমহলের দাবি, ট্যাটুও ক্যানসারের কারণ। ট্যাটুর বিশেষ একটি রং-কেই তাঁরা এর জন্য কাঠগড়ায় তুলেছেন। বাকি রংগুলোর তুলনায় একটি রং-ই বেশি টক্সিক।
advertisement
ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সির একটি গবেষণার ভিত্তিতেই এমনটা দাবি করা হয়। শরীরে ট্যাটুর রঙের প্রভাব নিয়ে তারা বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। তার রিপোর্ট কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতোই। ট্যাটুর রং থেকে অ্যালার্জি কমন ঘটনা। শুধু তাই নয়, কার্সেজেনিক বলেও তাঁরা মনে করছেন। রঙের উপাদানে থাকা টক্সিক প্রজননেও প্রভাব ফেলে।
advertisement
advertisement
advertisement