Tarapith Hotels: নববর্ষে তারা মায়ের পুজো দিয়ে যান! তারাপীঠের হোটেল ভাড়ায় বিরাট ছাড়! জানুন আপডেট

Last Updated:
তারাপীঠ এসি অথবা নন এসি হোটেলে কেমন ছাড় মিলছে,জানলে চমকে উঠবেন।
1/6
আর কিছুদিন পরেই বাংলার নববর্ষ।প্রতি বছর নববর্ষে স্থানীয় ব্যবসায়ীদের সমাগম হয় চোখে পড়ার মত।শুধুই কী স্থানীয় বাসিন্দাদের এর পাশাপাশি থাকেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা।সকাল থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মন্দিরে পুজো দিয়ে ব্যবসা শুরু করেন।
আর কিছুদিন পরেই বাংলার নববর্ষ।প্রতি বছর নববর্ষে স্থানীয় ব্যবসায়ীদের সমাগম হয় চোখে পড়ার মত।শুধুই কী স্থানীয় বাসিন্দাদের এর পাশাপাশি থাকেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা।সকাল থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মন্দিরে পুজো দিয়ে ব্যবসা শুরু করেন।
advertisement
2/6
অন্যদিকে পর্যটকরা মনে করেন নববর্ষের প্রথম দিন মা তারার কাছে কোনও প্রার্থনা করে পুজো দিলে সেই মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর নববর্ষের প্রথম দিন কাতারে কাতারে ভক্তদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে।
অন্যদিকে পর্যটকরা মনে করেন নববর্ষের প্রথম দিন মা তারার কাছে কোনও প্রার্থনা করে পুজো দিলে সেই মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর নববর্ষের প্রথম দিন কাতারে কাতারে ভক্তদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে।
advertisement
3/6
এই বছর পয়লা বৈশাখ ১৪৩২ ইংরেজির ১৫ এপ্রিল, মঙ্গলবার।আর সেই দিন কৃষ্ণ দ্বিতীয়া শুরু হচ্ছে ১০:৫৭ (10:57AM) মিনিট থেকে শুরু যা শেষ হচ্ছে কৃষ্ণ তৃতীয়া, ১৬ এপ্রিল, বুধবার ১৩:১৯ (01:19PM) পর্যন্ত।আর এই কৃষ্ণ দ্বিতীয়া এক ভালো তিথি বলে মনে করা হয়।তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার ভোরে মায়ের স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও মঙ্গলারতি করা হবে। সকাল সাড়ে পাঁচটা থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হবে।
এই বছর পয়লা বৈশাখ ১৪৩২ ইংরেজির ১৫ এপ্রিল, মঙ্গলবার।আর সেই দিন কৃষ্ণ দ্বিতীয়া শুরু হচ্ছে ১০:৫৭ (10:57AM) মিনিট থেকে শুরু যা শেষ হচ্ছে কৃষ্ণ তৃতীয়া, ১৬ এপ্রিল, বুধবার ১৩:১৯ (01:19PM) পর্যন্ত।আর এই কৃষ্ণ দ্বিতীয়া এক ভালো তিথি বলে মনে করা হয়।তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার ভোরে মায়ের স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও মঙ্গলারতি করা হবে। সকাল সাড়ে পাঁচটা থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হবে।
advertisement
4/6
অন্যদিকে প্রত্যেক বছরের মত এই বছরও তারাপীঠ হোটেল ভাড়া নিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ধরনের ছাড়।যেখানে প্রায় প্রত্যেকটি হোটেলে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে নন এসি রুমে। অন্যদিকে এসি রুমে দেওয়া হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। তবে আপনি যদি আপনার নিজের চেনা হোটেলে এখন থেকে বুকিং করে রাখেন তাহলে সে ক্ষেত্রে আরও কিছু পরিমাণ ছাড় পেতেই পারেন।
অন্যদিকে প্রত্যেক বছরের মত এই বছরও তারাপীঠ হোটেল ভাড়া নিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ধরনের ছাড়।যেখানে প্রায় প্রত্যেকটি হোটেলে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে নন এসি রুমে। অন্যদিকে এসি রুমে দেওয়া হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। তবে আপনি যদি আপনার নিজের চেনা হোটেলে এখন থেকে বুকিং করে রাখেন তাহলে সে ক্ষেত্রে আরও কিছু পরিমাণ ছাড় পেতেই পারেন।
advertisement
5/6
আবার অন্যদিকে একটি বিষয় জেনে রাখা ভাল। এই বছর যদি আপনি পয়লা পৌষ মাসের পর তারাপীঠ মন্দির না এসে থাকেন তাহলে জেনে রাখুন এই বছর কিন্তু পৌষ মাসের এক তারিখ থেকে তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে।
আবার অন্যদিকে একটি বিষয় জেনে রাখা ভাল। এই বছর যদি আপনি পয়লা পৌষ মাসের পর তারাপীঠ মন্দির না এসে থাকেন তাহলে জেনে রাখুন এই বছর কিন্তু পৌষ মাসের এক তারিখ থেকে তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে।
advertisement
6/6
যেখানে আপনি একদিকে যখন ছোট কাপড় পরেপ্রবেশ করতে পারবেন না অন্যদিকে মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই আপনার চেনা হোটেলে ফোন করে অথবা চেনা পুরোহিতকে ফোন করে সমস্ত নিয়ম-কানুন জেনে তারপরে তারাপীঠ আসুন।
যেখানে আপনি একদিকে যখন ছোট কাপড় পরেপ্রবেশ করতে পারবেন না অন্যদিকে মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই আপনার চেনা হোটেলে ফোন করে অথবা চেনা পুরোহিতকে ফোন করে সমস্ত নিয়ম-কানুন জেনে তারপরে তারাপীঠ আসুন।
advertisement
advertisement
advertisement