Taki Picnic Spot: শীতকালে পিকনিকের সেরা ঠিকানা টাকি লাভার্স পয়েন্ট! ইছামতীর তীরে উপভোগ করুন নদী আর প্রকৃতির সান্নিধ্য, বাংলাদেশের ওপার দেখা যায়

Last Updated:
Taki Picnic Spot: শীত পড়তেই টাকি শহরের ইছামতীর তীরে অবস্থিত লাভার্স পয়েন্ট পিকনিকের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। নদীর ধারে সবুজ প্রকৃতি, নিরিবিলি বাতাস এবং ওপারের বাংলাদেশের দৃশ্য এই স্পটটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
1/6
শীত পড়তেই চারদিকে যেন এক অন্য রকম আনন্দের আবহ। টাকি শহর ঘোরার পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠছে পিকনিক। ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি আর নদীর ধারে বসে আড্ডা—সেই জন্যই ইছামতীর তীরে অবস্থিত লাভার্স পয়েন্ট এখন এলাকার অন্যতম আকর্ষণ। সকাল থেকেই এখানে ছোট বড় নানা দলের নিয়মিত ভিড় দেখা যাচ্ছে।
শীত পড়তেই চারদিকে যেন এক অন্য রকম আনন্দের আবহ। টাকি শহর ঘোরার পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠছে পিকনিক। ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি আর নদীর ধারে বসে আড্ডা—সেই জন্যই ইছামতীর তীরে অবস্থিত লাভার্স পয়েন্ট এখন এলাকার অন্যতম আকর্ষণ। সকাল থেকেই এখানে ছোট বড় নানা দলের নিয়মিত ভিড় দেখা যাচ্ছে।
advertisement
2/6
ইছামতীর তীর বরাবর এই স্পটটি শুধু পিকনিকের জন্য নয়, পরিবেশের সৌন্দর্যের জন্যও পরিচিত। নদীর ধারে ঢেউয়ের শব্দ, ওপারের সবুজ বনানি আর নিরিবিলি বাতাস—সব মিলিয়ে দর্শনার্থীদের মন ভরিয়ে দেয়। শীতের ছুটির দিনগুলোতে তাই পরিবার থেকে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসা যেন এক রুটিন।
ইছামতীর তীর বরাবর এই স্পটটি শুধু পিকনিকের জন্য নয়, পরিবেশের সৌন্দর্যের জন্যও পরিচিত। নদীর ধারে ঢেউয়ের শব্দ, ওপারের সবুজ বনানি আর নিরিবিলি বাতাস—সব মিলিয়ে দর্শনার্থীদের মন ভরিয়ে দেয়। শীতের ছুটির দিনগুলোতে তাই পরিবার থেকে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসা যেন এক রুটিন।
advertisement
3/6
এই স্পটের আরেক বিশেষত্ব হলো উল্টোদিকে বাংলাদেশের দৃশ্যপট চোখে পড়ে। পরিষ্কার আবহাওয়ায় ওপারের বাড়িঘর, নৌকা চলাচল, গাছপালা—সবই ধরা দেয় চোখে। অনেকেই বলেন, ইছামতীর এই নদী দুই দেশকে আলাদা করলেও নদীর জল আর প্রকৃতি যেন দু’দেশের মানুষকে এক সুতোয় বেঁধে রাখে।
এই স্পটের আরেক বিশেষত্ব হলো উল্টোদিকে বাংলাদেশের দৃশ্যপট চোখে পড়ে। পরিষ্কার আবহাওয়ায় ওপারের বাড়িঘর, নৌকা চলাচল, গাছপালা—সবই ধরা দেয় চোখে। অনেকেই বলেন, ইছামতীর এই নদী দুই দেশকে আলাদা করলেও নদীর জল আর প্রকৃতি যেন দু’দেশের মানুষকে এক সুতোয় বেঁধে রাখে।
advertisement
4/6
শীত পড়তেই পিকনিকের আদর্শ স্পট। কেউ গ্যাস স্টোভ নিয়ে রান্নাবান্নার ভিড় বাড়ে, কেউ মিউজিক চালিয়ে নাচছে, আবার কেউ কেবল প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্পটে মানুষের আনাগোনা থাকে। সপ্তাহান্তে ভিড় থাকে আরও বেশি।
শীত পড়তেই পিকনিকের আদর্শ স্পট। কেউ গ্যাস স্টোভ নিয়ে রান্নাবান্নার ভিড় বাড়ে, কেউ মিউজিক চালিয়ে নাচছে, আবার কেউ কেবল প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্পটে মানুষের আনাগোনা থাকে। সপ্তাহান্তে ভিড় থাকে আরও বেশি।
advertisement
5/6
স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হয়। চা, ফুচকা, বাদাম, জুস থেকে শুরু করে নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে। ফলে এলাকায় এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকেও নজর রাখছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।
স্থানীয় ব্যবসায়ীরাও লাভবান হয়। চা, ফুচকা, বাদাম, জুস থেকে শুরু করে নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে। ফলে এলাকায় এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকেও নজর রাখছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।
advertisement
6/6
টাকি শহরের মানুষের মতে, শীতের এই সময় পিকনিকের জন্য লাভার্স পয়েন্টই সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতি, নদী, পরিবেশ—সব মিলিয়ে মনোরম আবহ। ঠান্ডার ছুটিতে তাই টাকি ঘোরা, নদী দেখা আর ইছামতীর তীরে বসে গল্প—এটাই যেন শীতের সবচেয়ে বড় আনন্দ।
টাকি শহরের মানুষের মতে, শীতের এই সময় পিকনিকের জন্য লাভার্স পয়েন্টই সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতি, নদী, পরিবেশ—সব মিলিয়ে মনোরম আবহ। ঠান্ডার ছুটিতে তাই টাকি ঘোরা, নদী দেখা আর ইছামতীর তীরে বসে গল্প—এটাই যেন শীতের সবচেয়ে বড় আনন্দ।
advertisement
advertisement
advertisement