Superfood Hibiscus Tea: এক চুমুকে চ্যাম্পিয়ন! সহজলভ্য এই সুপারফুড 'লাল চা' খেলে মারণরোগ ছুঁতে পারবে না, জানুন
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Superfood Hibiscus Tea: এক চুমুকেই শরীর থেকে দৌড়ে পালাবে কঠিন রোগ! জবার গুণ মিশে চা হচ্ছে সুপারফুড। আজই খান।
ঘনঘন জ্বরের উপশম কিংবা রক্তচাপ? চিন্তা নেই, বাড়ির পাশে এই একটি ফুলের গাছ থাকলেই সারবে একাধিক দুরারোগ্য রোগ। মন ভাল করতে ফুলের জুড়ি নেই। মানসিক শক্তি জোগাতে সাহায্য করে ফুল। সুন্দর ঘুমের জন্যও সাহায্য করে ফুল। কিছু ফুল আছে যা খাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য উপকারী। এমনই একটি ফুল হচ্ছে জবা ফুল। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
advertisement
advertisement
advertisement
এ ছাড়া স্বাস্থ্যের পাশাপাশি রূপচর্চাতেও সমান উপকারী এই জবা ফুলের চা। এই জবা ফুলের রসে কী কী উপকারিতা আছে, জানেন কী? সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই বিশেষ চায়ে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপার্টিজ নিমেষে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা আজকাল অফিসে কাজের চাপ এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা থেকে রক্তচাপের সমস্যায় ভোগেন, তারা জবা ফুলের চা খেতে পারেন।
advertisement
advertisement
এছাড়া জবা ফুলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয়। এর ফলে লিভারের কর্মক্ষমতা বাড়ে। সেই সঙ্গে অনেক উপকারও পাওয়া যায়। ক্যানসারের আশঙ্কা কমে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। জবা ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যাসকরবিক অ্যাসিড। এই অ্যাসিড আমাদের শরীরে ভিটামিন সি-র চাহিদা মেটায়।
advertisement
advertisement









