Super Summer Fruits: গরমে শুধু শরীরে জলের অভাবই মেটাবে না, এই ৬ মরসুমি ফল চাঙ্গা রাখবে স্বাস্থ্যও!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Summer Heat Wave 2022: এই ফল এবং শাকসবজিগুলো অতিরিক্ত তরল সরবরাহ করে শরীরকে পুষ্ট এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে।
advertisement
আম: এই গরমে আম খেতে কে না ভালোবাসেন! এটা শুধু প্রিয় ফলই নয় বিভিন্ন রকমের ডেজার্টেও এর ব্যবহার সবচেয়ে বেশি। ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো চাটনি থেকে শুরু করে ম্যাঙ্গো মাউস এবং ম্যাঙ্গো স্যালাড পর্যন্ত রকমারি রেসিপিতে এর বিস্তৃত ব্যবহার। আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলেস্টেরল কমায়। চোখের স্বাস্থ্যও উন্নত করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement