Monsoon Weekend Destination: মেঘপিওনের ব্যাগের ভিতর রঙিন অর্কিড! বর্ষায় রূপকথার মায়ারী ঠিকানা এই পাহাড়ি গ্রাম

Last Updated:
Monsoon Weekend Destination: যতই বর্ষা আসুক উত্তরে, বর্ষাতেই ডুয়ার্সের আসল সুন্দরী রূপ দেখার সৌভাগ্য হয় ভ্রমণপিপাসুদের। তাই রইল আরও একটি চোখ ধাঁধানো ভিউ পয়েন্টের খোঁজ। কালিম্পং-এর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয় এই গ্ৰামটিকে। লাভা থেকে ১৬ কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে ২০ কিলোমিটার দূরে ৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।
1/6
যতই বর্ষা আসুক উত্তরে, বর্ষাতেই ডুয়ার্সের আসল সুন্দরী রূপ দেখার সৌভাগ্য হয় ভ্রমণপিপাসুদের। তাই রইল আরও একটি চোখ ধাঁধানো ভিউ পয়েন্টের খোঁজ। কালিম্পং-এর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয় এই গ্ৰামটিকে। লাভা থেকে ১৬ কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে ২০ কিলোমিটার দূরে ৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।
যতই বর্ষা আসুক উত্তরে, বর্ষাতেই ডুয়ার্সের আসল সুন্দরী রূপ দেখার সৌভাগ্য হয় ভ্রমণপিপাসুদের। তাই রইল আরও একটি চোখ ধাঁধানো ভিউ পয়েন্টের খোঁজ। কালিম্পং-এর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয় এই গ্ৰামটিকে। লাভা থেকে ১৬ কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে ২০ কিলোমিটার দূরে ৪৩০০ ফুট উচ্চতায় অবস্থিত।
advertisement
2/6
সৌন্দর্যের সম্ভারে ভরপুর
সৌন্দর্যের সম্ভারে ভরপুর
advertisement
3/6
তিব্বতের পাহাড়গুলি সহ এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখ পড়ে। প্রকৃতির অসীম সুন্দর রূপ দেখার পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়।
তিব্বতের পাহাড়গুলি সহ এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য চোখ পড়ে। প্রকৃতির অসীম সুন্দর রূপ দেখার পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়।
advertisement
4/6
এই গ্রামে পৌঁছতেই চোখে পড়ে সারি সারি পাহাড়। নানা আকৃতি, নানা রং। এক্কেবারে ছবির মত। পাহাড় - নদী দ্বারা বেষ্টিত একটি আদর্শ হিমালয়ান গ্রাম। প্রকৃতি জায়গাটিকে ঢেলে সাজিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাহারি অর্কিড ফুল।
এই গ্রামে পৌঁছতেই চোখে পড়ে সারি সারি পাহাড়। নানা আকৃতি, নানা রং। এক্কেবারে ছবির মত। পাহাড় - নদী দ্বারা বেষ্টিত একটি আদর্শ হিমালয়ান গ্রাম। প্রকৃতি জায়গাটিকে ঢেলে সাজিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাহারি অর্কিড ফুল।
advertisement
5/6
কীভাবে যাবেন? নিউ মাল জংশন থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত এই অসাধারণ জায়গা যেখানে নিরিবিলি পরিবেশ, শান্ত। নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে ১০৯ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে থেকে গাড়ি ভাড়া কম বেশি ৪০০০ মতো।
কীভাবে যাবেন? নিউ মাল জংশন থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত এই অসাধারণ জায়গা যেখানে নিরিবিলি পরিবেশ, শান্ত। নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে ১০৯ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে থেকে গাড়ি ভাড়া কম বেশি ৪০০০ মতো।
advertisement
6/6
সানটোক ভিলেজ একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে খরচ প্রায় ১৬০০ টাকা। তবে, কটেজের সংখ্যা কম তাই আগে থেকে কটেজের সঙ্গে যোগাযোগ করে যাওয়া প্রয়োজন।
সানটোক ভিলেজ একরাত্রি খাওয়া-দাওয়া নিয়ে খরচ প্রায় ১৬০০ টাকা। তবে, কটেজের সংখ্যা কম তাই আগে থেকে কটেজের সঙ্গে যোগাযোগ করে যাওয়া প্রয়োজন।
advertisement
advertisement
advertisement