Sunscreen Spray Or Lotion: গরমে রোদ থেকে বাঁচতে প্রয়োজন সানস্ক্রিন, তবে লোশন না স্প্রে- কোনটা কাজে দেয় বেশি?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sunscreen Spray Or Lotion: সানস্ক্রিন শুধু সূর্যের আলো থেকে রক্ষা পেতে নয়, মুখে কালো দাগ, বিবর্ণ ভাব দূর করতে এবং স্কিন টোন বজায় রাখতেও ব্যবহার করা উচিত।
সানস্ক্রিন কোনও প্রসাধনী নয়, বরং এটি ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এটি ত্বকের ঢাল হিসাবে কাজ করে এবং সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তবে সানস্ক্রিন গরমকাল ছাড়াও শীতকালেও ব্যবহার করা উচিত। কারণ শীতেও সূর্যের তেজ যথেষ্ট বেশি থাকে। সানস্ক্রিন শুধু সূর্যের আলো থেকে রক্ষা পেতে নয়, মুখে কালো দাগ, বিবর্ণ ভাব দূর করতে এবং স্কিন টোন বজায় রাখতেও ব্যবহার করা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement