Weekend Tourist Spot: কলকাতার কাছেই হারিয়ে যান ম্যানগ্রোভ জঙ্গলে! ঘরের কাছেই সপ্তাহান্তে সেরা ছুটির ঠিকানা

Last Updated:
Weekend Tourist Spot: গোলপাতা জঙ্গল বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন।
1/6
কাজের ব্যস্ততায় পুরো একটা ট্রিপের জন্য সময় বের হচ্ছে না? তাহলে এখনই বেরিয়ে পড়ুন — কলকাতার খুব কাছেই, এক দিনে ঘুরে আসা যাবে এমন এক জায়গায়, যেটি আপনার মনকে দেবে ছোট্ট একটুকরো “মিনি সুন্দরবন”-এর অনুভূতি।
কাজের ব্যস্ততায় পুরো একটা ট্রিপের জন্য সময় বের হচ্ছে না? তাহলে এখনই বেরিয়ে পড়ুন — কলকাতার খুব কাছেই, এক দিনে ঘুরে আসা যাবে এমন এক জায়গায়, যেটি আপনার মনকে দেবে ছোট্ট একটুকরো “মিনি সুন্দরবন”-এর অনুভূতি।
advertisement
2/6
সুন্দরবনেরই যেন অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে পারবেন। চাইলে পুজোর সময়ও আপনি ঘুরে আসতে পারেন এই গোলপাতার জঙ্গলে।
সুন্দরবনেরই যেন অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে পারবেন। চাইলে পুজোর সময়ও আপনি ঘুরে আসতে পারেন এই গোলপাতার জঙ্গলে।
advertisement
3/6
আপনি কলকাতা থেকে ট্রেনে রওনা দিন, হাসনাবাদ-লোকাল ধরে প্রায় দুই ঘণ্টায় পৌঁছে যাবেন টাকি স্টেশন-এ। সেখান থেকে টোটো বা অটো কয়েক মিনিটেই নদীর তীরবর্তী ছোট শহর টাকি দেখতে দেখতে কিছুদূর গেলেই দেখতে পাবেন এই মিনি সুন্দরবন জঙ্গল।
আপনি কলকাতা থেকে ট্রেনে রওনা দিন, হাসনাবাদ-লোকাল ধরে প্রায় দুই ঘণ্টায় পৌঁছে যাবেন টাকি স্টেশন-এ। সেখান থেকে টোটো বা অটো কয়েক মিনিটেই নদীর তীরবর্তী ছোট শহর টাকি দেখতে দেখতে কিছুদূর গেলেই দেখতে পাবেন এই মিনি সুন্দরবন জঙ্গল।
advertisement
4/6
ওপারে বাংলাদেশের দৃশ্য, আর আপনার সামনে এক ঘন ম্যানগ্রোভরঙা পথ—এটাই হল গোলপাতা জঙ্গলের আসল জাদু। এখানে রয়েছে গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও অন্যান্য ম্যানগ্রোভ গাছের মিলন। ঘন বনপথ ধরে হাঁটতে হাঁটতে, সূর্যের রশ্মি গাছের পাতার ফাঁকে ফাঁকে মাটিতে পড়ছে — নিঃসন্দেহে মায়াবী এক মুহূর্ত।
ওপারে বাংলাদেশের দৃশ্য, আর আপনার সামনে এক ঘন ম্যানগ্রোভরঙা পথ—এটাই হল গোলপাতা জঙ্গলের আসল জাদু। এখানে রয়েছে গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও অন্যান্য ম্যানগ্রোভ গাছের মিলন। ঘন বনপথ ধরে হাঁটতে হাঁটতে, সূর্যের রশ্মি গাছের পাতার ফাঁকে ফাঁকে মাটিতে পড়ছে — নিঃসন্দেহে মায়াবী এক মুহূর্ত।
advertisement
5/6
বনভূমি ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ দেখতে দেখতে আপনি ওয়াচ টাওয়ারে উঠে মিনি সুন্দরবনের দৃশ্য অনুভব করতে পারবেন। শীত বা শুকনো মৌসুম (অক্টোবর–মার্চ) এমন সময় ভাল, কারণ ঝড়-বৃষ্টি কম হয়। যেহেতু এটি সীমান্ত এলাকা সেজন্য পরিচয়পত্র সঙ্গে রাখুন।
বনভূমি ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ দেখতে দেখতে আপনি ওয়াচ টাওয়ারে উঠে মিনি সুন্দরবনের দৃশ্য অনুভব করতে পারবেন। শীত বা শুকনো মৌসুম (অক্টোবর–মার্চ) এমন সময় ভাল, কারণ ঝড়-বৃষ্টি কম হয়। যেহেতু এটি সীমান্ত এলাকা সেজন্য পরিচয়পত্র সঙ্গে রাখুন।
advertisement
6/6
গোলপাতা জঙ্গল বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন।
গোলপাতা জঙ্গল বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয়। জনপ্রিয় মিনি সুন্দরবনের মত ঘন জঙ্গল পথ এই জঙ্গল। জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌছে যাবেন।
advertisement
advertisement
advertisement