Summer Water Cooling Tips: ফ্রিজে না রাখলেও তীব্র গরমে বরফের মতো ঠান্ডা থাকবে বোতলের জল, ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান

Last Updated:
Keep Water Cool Without Fridge: যা গরম পড়েছে তাতে ফ্রিজের ঠান্ডা জল না খেলে যেন প্রাণ জুড়াবে না। কিন্তু ফ্রিজ না থাকলে বা ফ্রিজ খারাপ হলে উপায়।
1/6
দীর্ঘ প্রাচীনকাল থেকেই মানুষ পানীয় জল ঠান্ডা ও বিশুদ্ধ রাখার জন্য ফিটকিরি ব্যবহার করে আসছে।
দীর্ঘ প্রাচীনকাল থেকেই মানুষ পানীয় জল ঠান্ডা ও বিশুদ্ধ রাখার জন্য ফিটকিরি ব্যবহার করে আসছে।
advertisement
2/6
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ফিটকিরিতে উপস্থিত প্রাকৃতিক গুণাবলী জল পরিশুদ্ধ রাখে। এছাড়াও এটি তাপ শোষণ করার ক্ষমতা রাখে।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ফিটকিরিতে উপস্থিত প্রাকৃতিক গুণাবলী জল পরিশুদ্ধ রাখে। এছাড়াও এটি তাপ শোষণ করার ক্ষমতা রাখে।
advertisement
3/6
জলে একটি ফিটকিরি দেওয়ার পর কয়েক মিনিট রেখে দিতে হবে। হালকা করে জলটা নাড়িয়ে নিতে হবে। এতেই জল পরিষ্কার এবং ঠান্ডা হয়ে যাবে।
জলে একটি ফিটকিরি দেওয়ার পর কয়েক মিনিট রেখে দিতে হবে। হালকা করে জলটা নাড়িয়ে নিতে হবে। এতেই জল পরিষ্কার এবং ঠান্ডা হয়ে যাবে।
advertisement
4/6
ফিটকিরি জল থেকে ব্যাকটেরিয়া এবং দূষণ অপসারণে সাহায্য করে। যা সেই জলকে পান করার জন্য নিরাপদ তৈরি করে।
ফিটকিরি জল থেকে ব্যাকটেরিয়া এবং দূষণ অপসারণে সাহায্য করে। যা সেই জলকে পান করার জন্য নিরাপদ তৈরি করে।
advertisement
5/6
গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই ফিটকিরি দিয়ে ঠান্ডা করা জল পান করলে শরীরে শীতলতা প্রদান হয়।
গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই ফিটকিরি দিয়ে ঠান্ডা করা জল পান করলে শরীরে শীতলতা প্রদান হয়।
advertisement
6/6
যদি বাড়িতে রেফ্রিজারেটর না থাকে। তবে এই পদ্ধতিতে এক লিটার জলে ১-২ গ্রাম ফিটকিরি মিশিয়ে জল ঠান্ডা ও পরিশ্রুত করা সম্ভব।
যদি বাড়িতে রেফ্রিজারেটর না থাকে। তবে এই পদ্ধতিতে এক লিটার জলে ১-২ গ্রাম ফিটকিরি মিশিয়ে জল ঠান্ডা ও পরিশ্রুত করা সম্ভব।
advertisement
advertisement
advertisement