Sun Tan: রোদ লেগে পুড়ে যাচ্ছে ত্বক? রান্নাঘরেই আছে অস্ত্র, নিমেষে গায়েব হবে জেদি ট্যান

Last Updated:
Summer Skin Care Tips: ত্বকে ট্যান পড়া বা কালচে ভাবের জন্য কেবলমাত্র সূর্যের আলো দূষলেই চলবে না৷ দূষণও সমানভাবে দায়ী৷ তবে ট্যানের কারণ যাই হোক, একে দূর করার সহজ উপায় জেনে নিন৷
1/7
গরমে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। প্রখর সূর্যের আলোতেই না চাইলেও বেরোতে হচ্ছে বাইরে৷ ফলে অবধারিত ভাবেই পড়ছে ট্যান৷ ত্বকের উপর এই জেদি কালো দাগ কীভাবে তুলবেন?
গরমে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। প্রখর সূর্যের আলোতেই না চাইলেও বেরোতে হচ্ছে বাইরে৷ ফলে অবধারিত ভাবেই পড়ছে ট্যান৷ ত্বকের উপর এই জেদি কালো দাগ কীভাবে তুলবেন?
advertisement
2/7
ট্যান যত জেদিই হোক না কেন, একটি স্ক্রাব এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷ ঠা ঠা সূর্যের আলোতে দেহের অনাবৃত অংশে হয়ে যায় ট্যান৷ মুখের সানস্ক্রিন মেখেও অনেক সময় আটকানো যায় না ট্যান পড়া৷ তবে এই একটি স্ক্রাব ম্যাজিকের মতো কাজ করবে৷
ট্যান যত জেদিই হোক না কেন, একটি স্ক্রাব এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷ ঠা ঠা সূর্যের আলোতে দেহের অনাবৃত অংশে হয়ে যায় ট্যান৷ মুখের সানস্ক্রিন মেখেও অনেক সময় আটকানো যায় না ট্যান পড়া৷ তবে এই একটি স্ক্রাব ম্যাজিকের মতো কাজ করবে৷
advertisement
3/7
ত্বকে ট্যান পড়া বা কালচে ভাবের জন্য কেবলমাত্র সূর্যের আলো দূষলেই চলবে না৷ দূষণও সমানভাবে দায়ী৷ তবে ট্যানের কারণ যাই হোক, একে দূর করার সহজ উপায় জেনে নিন৷
ত্বকে ট্যান পড়া বা কালচে ভাবের জন্য কেবলমাত্র সূর্যের আলো দূষলেই চলবে না৷ দূষণও সমানভাবে দায়ী৷ তবে ট্যানের কারণ যাই হোক, একে দূর করার সহজ উপায় জেনে নিন৷
advertisement
4/7
ত্বকের ট্যান পড়া ভ্যানিশ করতে বাড়িতেই রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব৷ বাড়তি পাওনা এই স্ক্রাবটি মুখের ট্যান দূর করার পাশাপাশি ডেড স্কিনও দূর করবে৷
ত্বকের ট্যান পড়া ভ্যানিশ করতে বাড়িতেই রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাব৷ বাড়তি পাওনা এই স্ক্রাবটি মুখের ট্যান দূর করার পাশাপাশি ডেড স্কিনও দূর করবে৷
advertisement
5/7
ট্যান দূর করার অব্যর্থ উপকরণ হল কফি৷ হলুদকে শুকনো খোলায় ভেজে নিন৷ এবার এই হলুদের সঙ্গে কফি মেশান৷ অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ ৩-৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷
ট্যান দূর করার অব্যর্থ উপকরণ হল কফি৷ হলুদকে শুকনো খোলায় ভেজে নিন৷ এবার এই হলুদের সঙ্গে কফি মেশান৷ অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ ৩-৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷
advertisement
6/7
কফির সঙ্গে মুলতানি মাটি মেশালেও তা দুর্দান্ত স্ক্রাবারের কাজ করে৷ এক চামচ কফি পাউডার নিয়ে তাতে মুলতানি মাটি মিশিয়ে নিন। এতে সামান্য দইও যোগ করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন৷ কয়েকমিনিট রেখে ধুয়ে ফেলুন৷
কফির সঙ্গে মুলতানি মাটি মেশালেও তা দুর্দান্ত স্ক্রাবারের কাজ করে৷ এক চামচ কফি পাউডার নিয়ে তাতে মুলতানি মাটি মিশিয়ে নিন। এতে সামান্য দইও যোগ করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন৷ কয়েকমিনিট রেখে ধুয়ে ফেলুন৷
advertisement
7/7
স্ক্রাবের জন্য কফিতে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুব ভালো বলে মনে করা হয়৷ কফি ট্যান এবং ডেড স্কিন দূর করবে৷ আর ত্বকের কোমলতা বজায় রাখবে অ্যালোভেরা জেল৷
স্ক্রাবের জন্য কফিতে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুব ভালো বলে মনে করা হয়৷ কফি ট্যান এবং ডেড স্কিন দূর করবে৷ আর ত্বকের কোমলতা বজায় রাখবে অ্যালোভেরা জেল৷
advertisement
advertisement
advertisement