বাজারে এই 'সুপারফল' গরমে আসে কেবলমাত্র এক মাসের জন্য! খেলে ত্বকে জেল্লা, মন ফুরফুরে! ভীষণ উপকারী
- Published by:Tias Banerjee
Last Updated:
Superfruit: একটা ছোট্ট টক-মিষ্টি ফল, নাম আলুবোখারা। বাজারে পাওয়া যায় খুব অল্প সময়ের জন্য, কিন্তু উপকার করে বহু। ৯০% জল, ভরপুর আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস—সব মিলিয়ে এটি ত্বক ও মস্তিষ্কের জন্য আদর্শ।
গ্রীষ্মের এমন কিছু ফল রয়েছে, যার উপকারিতা অপরিসীম। তার মধ্যে রয়েছে এই সুপারফল। টক মিষ্টি এই ফল শুধুমাত্র স্বাদে নয়, তার পুষ্টিগুণে ভরপুর যা আপনার ত্বককে করে তোলে দীপ্তিময়, মনকে তীক্ষ্ণ এবং শরীরকে শক্তিশালী। শুধুমাত্র এক মাসের জন্য পাওয়া যায় এই ফলটি, আর তারই মধ্যে লুকিয়ে রয়েছে অসাধারণ সব উপকারিতা। এবার আমরা জানাব সেই ফলটি কী, এবং কেন এটি আপনার খাওয়া জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement