নেল আর্ট হল বিভিন্নভাবে নখ সাজানো। এককথায় পেশাদারভাবে নখের যত্ন নেওয়ার পাশাপাশি হরেক স্টাইলে সাজানো। ইদানীং নেল আর্ট করানোটা স্টাইল সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সুন্দর করে ম্যানিকিওর করে রকমারি স্টাইলে (Nail Art Trend) নখে ডিজাইন করলে সামগ্রিভাবে সৌন্দর্য আরও বেড়ে যায়। তাই রকমারি নেল আর্ট কে না ভালোবাসে! তবে মরসুম অনুযায়ী কিন্তু নেল আর্টের ট্রেন্ড বদলাতে থাকে। আর আজকাল ইন্টারনেটের যুগে আইডিয়া নিয়ে সহজেই সময়োপযোগী ট্রেন্ডে নেল আর্ট করে নেওয়া যায়। পাশাপাশি, সেলিব্রেটিদের থেকেও অনেক নখের নকশার ধারণা পাওয়া যায়। এই গ্রীষ্মের মরসুমে কীভাবে ট্রেন্ড অনুযায়ী নেল আর্ট করা যায়, তা জেনে নেওয়া যাক।
৪. অলিভ অয়েল
গোলাপির শেড সবসময়েই ট্রেন্ডে
গোলাপি রঙের নখ সবসময়েই বেশ ট্রেন্ডে (Summer Fashion Trend) থাকে। এই গ্রীষ্মে, বাবল-গাম পিঙ্ক, হট পিঙ্ক থেকে শুরু করে এমনকা ক্যান্ডি পিঙ্ক পর্যন্ত সবরকম গোলাপি শেড ব্যবহার করে দেখতে পারি আমরা। এই স্নিগ্ধ ও ফেমিনিন শেডটির আবেদন এতই বহুমুখী যে এটির উপর যে কোনও নেল (Nail Art Trend)আর্ট করলেই তা বেশ নজরকাড়া হবে।