Summer Beauty Tips আর হাজার-হাজার খরচ নয়, বাড়িতেই ৩টি সহজ উপাদান দিয়ে এইভাবে বানান সানস্ক্রিন, ত্বক ঝলমলিয়ে উঠবে
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
নামীদামি সানস্ক্রিন ব্যবহার ছাড়ুন। বাড়িতে বানান প্রাকৃতিক সানস্ক্রিন, ত্বক হেসে উঠবে।
গ্রীষ্মকাল তো চলেই এল। আর এই ঋতুতে ত্বকের যত্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল সানস্ক্রিন। আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন পাওয়া যায়। কিন্তু বেশিরভাগই তেমন কার্যকর নয়। এই পরিস্থিতিতে টাকা খরচ না করে অ্যালোভেরা জেলের মাধ্যমে ঘরেই বানিয়ে নেওয়া যেতে পারে প্রাকৃতিক সানস্ক্রিন। আর কয়েক দিনের মধ্যেই এর প্রভাব দেখা দিতে শুরু করবে।
advertisement
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চবটি প্লাজায় অবস্থিত রয়্যাল বিউটি স্যালনের সৌন্দর্য বিশেষজ্ঞ সুষমা বলেছেন যে, যদি বাড়িতে অ্যালোভেরা জেলের সঙ্গে দুই-চারটি জিনিস মেশানো যেতে পারে, তাহলে দারুণ ফল পাওয়া যাবে। আসলে অনেকেই সানস্ক্রিনের জন্য হাজার হাজার টাকা খরচ করে থাকেন। তবে এক্ষেত্রে কোনওরকম খরচ করতে হবে না এবং এক সপ্তাহের মধ্যে মুখে জেল্লা দেখা দিতে শুরু করবে।
advertisement
বাড়িতে সানস্ক্রিন তৈরির উপায়: সুষমা বলেন যে, বাড়িতে সানস্ক্রিন তৈরি করার জন্য প্রথমে অ্যালোভেরা জেল নিতে হবে। কেউ চাইলে বাজারচলতি অ্যালোভেরা জেলও নিতে পারেন। এর মধ্যে একটি ভিটামিন-ই ক্যাপসুল এবং ভিটামিন-সি সিরাম যোগ করতে হবে। এক্ষেত্রে যে কোনও ভিটামিন-সি সিরাম ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ২ ফোঁটা গোলাপ জল যোগ করতে হবে। তাহলেই প্রস্তুত সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি সানস্ক্রিন।
advertisement
রোদে বেরোনোর অন্তত এক ঘণ্টা আগে মুখে মেখে নিতে হবে ঘরে তৈরি ওই সানস্ক্রিন। এছাড়া বাড়ি থাকলেও দিনে অন্তত তিনবার সানস্ক্রিন মাখা উচিত। এই সানস্ক্রিন একবার তৈরি করে নিলে তা এক সপ্তাহ সহজেই সংরক্ষণ করা সম্ভব। আর ব্যবহার করার কয়েক দিনের মধ্যেই পরিবর্তন নজরে আসবে। মুখের দাগ তো দূর হবেই, সেই সঙ্গে মুখে ফুটে উঠবে প্রাকৃতিক আভা।