Suji Sandesh Recipe: ভাইফোঁটায় মিষ্টি দোকানে দিতে হবে না লাইন! বাড়িতেই বানান সুজির দুর্দান্ত সন্দেশ, শিখে নিন রেসিপি
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বাড়িতে খুব অল্প সময়েই বানিয়ে ফেলুন সুজির সন্দেশ। রেসিপি জানালেন গৃহবধূ কল্পনা দাস।
সামনেই ভাইফোঁটা। কালীপুজোর পরই মিষ্টি দোকানে পড়বে লম্বা লাইন। ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরও পছন্দের মিষ্টি মেলে না। তার উপর মনের মতো স্বাদ হয় না। আর দামও আকাশছোঁয়া।
advertisement
তাছাড়া আজকাল বেশি মিষ্টি খেতে কেউই পছন্দ করেন না। ভালোবাসেন হালকা মিষ্টি। তাই মিষ্টির দোকানে লাইন না দিলে দাদা-ভাইয়ের জন্য নিজের হাতে মিষ্টি বানিয়ে নিন।
advertisement
গৃহবধূ কল্পনা দাস বলেন, ' ময়দা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এর চেয়ে সন্দেশ বানানোর সময় সুজি ব্যবহার করতে পারেন। সুজির সন্দেশ বানানোর জন্য প্রয়োজন ১ কাপ সুজি, ১ কাপ নারকেল কোরা, ১ কাপ চিনি, ৩/৪ কাপ দুধ, ১৫-২০টা কিশমিশ, ২/৩ কাপ ঘি এবং স্বাদমতো নুন।'
advertisement
প্রথম সুজি শুকনো কড়াইতে ভেজে নিন। এর পর এতে মিহি করে বাটা নারকেল কোড়া মেশান। তার পর একে একে দুধ, চিনি ও ঘি মিশিয়ে দিন।
advertisement