এবারের Valentine's Day-তে 'কী প্ল্যান' প্রশ্ন করা বন্ধ করুন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সিঙ্গলরা এই দিনটা জাস্ট ভুলে যেতে চান। সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ সিঙ্গল মনে করেন এই দিনটি একেবারেই সাধারণ একটি দিন। তবে বিরক্তি আসে তখন যখন কেই জিজ্ঞেস করেন, 'কী প্ল্যান আজ?'
ভ্যালেন্টাইন'স উইক শেষের আর একদিন বাকি। রোজ, প্রোপোজ, প্রমিস, হাগ পেরিয়ে এবার আরও কাছাকাছি দু'টি মানুষ। আজ ১৩ ফেব্রুয়ারি। কিস ডে। কাছের মানুষটির আরও কাছে যাওয়ার দিন। ঠোঁটে ঠোঁট রেখে হাজার গল্প বলে ফেলার দিন। কাল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন'স ডে। তার আগে একটি ম্যাচমেকিং সংস্থা (শাদি ডট কম)-র সমীক্ষা পড়ে নিন। যাঁদের পার্টনার রয়েছে তাঁরা কী ভাবে এই দিনটা কাটাবেন তা যেমন কাউকে বলার প্রয়োজন নেই, তেমনই এটি সিঙ্গলদের ক্ষেত্রেও প্রযোজ্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সংস্থার সিনিয়র ডিরেক্টর আধিশ জাভেরির মতে, এই দিনটিতে সিঙ্গলদের সবচেয়ে বেশি মানসিক চাপ হয়। সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রমাগত মানুষের পোস্ট আরও বেশি করে হতাশা ডেকে আনে। তবে ভালোবাসা শুধু পার্টনারের সঙ্গে নয়, বরং বন্ধু, কাছের মানুষ, পরিবার সকলের সঙ্গেই এমন ভালোবাসার দিন উদযাপন সম্ভব। শুধু তাতে নিজস্বতা রাখতে হবে।