Lavish Lifestyle: নিজের শখ পূরণের জন্য রোজ ৭০ লক্ষ টাকা খরচ করেন এই গৃহবধূ, দেখুন ছবি

Last Updated:
Lavish Lifestyle: তিনি রোজ ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় করেন নিজের শখ পূরণের জন্য
1/6
শপিংয়ের নেশা অনেকেরই থাকে। কিন্তু সেই নেশাকেই প্রায় অসম্ভব উচ্চতায় নিয়ে গিয়েছেন দুবাইয়ের এর গৃহবধূ।
শপিংয়ের নেশা অনেকেরই থাকে। কিন্তু সেই নেশাকেই প্রায় অসম্ভব উচ্চতায় নিয়ে গিয়েছেন দুবাইয়ের এর গৃহবধূ।
advertisement
2/6
মনে করা হয় তিনি রোজ ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় করেন নিজের শখ পূরণের জন্য।
মনে করা হয় তিনি রোজ ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় করেন নিজের শখ পূরণের জন্য।
advertisement
3/6
শপিং, খাওয়াদাওয়া, বেড়ানো-সব মিলিয়ে প্রতিদিন নিজের শখ আহ্লাদ মেটাতে তাঁর দরকার হয় ৭০ লক্ষ টাকা। এখানেই শেষ নয়।
শপিং, খাওয়াদাওয়া, বেড়ানো-সব মিলিয়ে প্রতিদিন নিজের শখ আহ্লাদ মেটাতে তাঁর দরকার হয় ৭০ লক্ষ টাকা। এখানেই শেষ নয়।
advertisement
4/6
দুবাইয়ের বাসিন্দা সৌদি নামের ওই বধূ সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সৌদির শখ হল ডিজাইনার ব্যাগ, কেতাদুরস্ত গাড়ি এবং বিলাসবহুল ছুটি কাটানোর ঠিকানা। স্বামী জামাল বিন নাদাকের সঙ্গে নানা জায়গায় বেড়াতে যান সৌদি।
দুবাইয়ের বাসিন্দা সৌদি নামের ওই বধূ সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সৌদির শখ হল ডিজাইনার ব্যাগ, কেতাদুরস্ত গাড়ি এবং বিলাসবহুল ছুটি কাটানোর ঠিকানা। স্বামী জামাল বিন নাদাকের সঙ্গে নানা জায়গায় বেড়াতে যান সৌদি।
advertisement
5/6
সম্প্রতি এই দম্পতি মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। তার আগে গিয়েছিলেন সেশলস। মাঝে মাঝেই যান লন্ডনে। সৌদির ইচ্ছে জাপানে বেড়াতে যাওয়ার। তাঁর পছন্দের ডিজাইনার দিওর। তাঁর স্বামীর পছন্দের ব্র্যান্ড হার্মিস। তাঁদের বিলাসবহুল গাড়ির সংগ্রহও দেখবার মতো।
সম্প্রতি এই দম্পতি মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। তার আগে গিয়েছিলেন সেশলস। মাঝে মাঝেই যান লন্ডনে। সৌদির ইচ্ছে জাপানে বেড়াতে যাওয়ার। তাঁর পছন্দের ডিজাইনার দিওর। তাঁর স্বামীর পছন্দের ব্র্যান্ড হার্মিস। তাঁদের বিলাসবহুল গাড়ির সংগ্রহও দেখবার মতো।
advertisement
6/6
ইংল্যান্ডের সাসেক্সে জন্ম সৌদির। তার পর ৬ বছর বয়সে পাড়ি দেন দুবাইয়ে। তাঁর স্বামী জামাল সৌদি আরবের যুবক। দুবাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে দু’জনের আলাপ। দু’ বছর হল তাঁদের বিয়ে হয়েছে। সারা বিশ্বে বিলাসবহুল সফর তাঁদের শৌখিন জীবনযাপনের অন্যতম অঙ্গ।
ইংল্যান্ডের সাসেক্সে জন্ম সৌদির। তার পর ৬ বছর বয়সে পাড়ি দেন দুবাইয়ে। তাঁর স্বামী জামাল সৌদি আরবের যুবক। দুবাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে দু’জনের আলাপ। দু’ বছর হল তাঁদের বিয়ে হয়েছে। সারা বিশ্বে বিলাসবহুল সফর তাঁদের শৌখিন জীবনযাপনের অন্যতম অঙ্গ।
advertisement
advertisement
advertisement