Skin Care Tips: এই মারাত্মক ভুলগুলো করছেন না তো? তা হলে কিন্তু ত্বকের দফারফা! দেখে নিন সুস্থ ত্বক পাওয়ার উপায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রূপচর্চার ক্ষেত্রেও আমাদের নানা ভুল-ভ্রান্তি থেকে যায়৷ সেই ভুলগুলো শুধরোলেই ত্বকের সুস্থ হয়ে ওঠা, নেহাত স্বপ্ন হয়ে থাকবে না৷
advertisement
সঠিক ক্লেনজ়ার নির্বাচন: সঠিক ক্নেনজ়ার বেছে নিন৷ আমাদের ত্বক প্রতিনিয়ত দূষণের সংস্পর্শে আসে৷ এছাড়া ঘামের কারণে লোমকূপ বন্ধ হয়ে যায়, ফলে অ্যাকনে সমস্যা-সহ নানা রকম সমস্যার সৃষ্টি হয়৷ ত্বক সেনসেটিভ হলে মাইল্ড, ফ্রেগনেন্স ফ্রি ক্নেনজ়ার ব্যবহার করুন৷ এ ক্ষেত্রে দেখে নেওয়া চেষ্টা করবেন যাতে পি এইচ ব্যালেন্সের মাত্রা ঠিক থাকে৷
advertisement
ত্বকের প্রকৃতি ও প্রয়োজনীয়তা: প্রত্যেকের ত্বক আলাদা৷ তার প্রয়োজনীয়তাগুলোও আলাদা৷ কোনও ত্বকে অ্যাকনে বা ব্রেকআউটজনিত সমস্যা দেখা যায়, আবার কোনও ত্বকের প্রধান সমস্যা পিগমেনটেশনের৷ আপনার স্কিনের সমস্যা নিয়ে ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলুন৷ তিনি আপনাকে বলে দেবে ত্বকের জন্য আপনার সঠিক কী প্রয়োজন৷
advertisement
advertisement
advertisement