অনেকক্ষেত্রেই কেমিক্যাল কিছু ব্যবহার করলে তা বাড়ির শিশু ও বয়স্কদের সহজেই অসুস্থ করে দিতে পারে ৷ সকলের বাড়ির রান্নাঘরেই তেজপাতা থাকে ৷ আরশোলা তাড়াতে এটা কার্যকারী ভূমিকা নিতে পারে ৷ গ্রাইন্ডারে তেজপাতা গুঁড়িয়ে নিয়ে তা বিভিন্ন ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে পারেন ৷ এই গন্ধটা আরশোলারা একেবারেই পছন্দ করে না ৷ Photo- Collected