Soaked Raisin Health Benefits: শুকনো নয়, কেন জলে ভিজিয়ে রাখা কিশমিশ খেতে বলেন বিশেষজ্ঞরা? জানলে আপনিও তাই করবেন
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
শুকনো নয়, ভেজানো কিশমিশের গুণ জানলে চমকে যাবেন
পোলাও হোক বা পায়েস, স্বাদ বাড়াতে কিশমিশের জুরি মেলা ভার। কিশমিশ স্বাস্থ্যকরও। মিনারেলস, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিনের মতো স্বাস্থ্যগুণে ঠাসা কিশমিশ। কিশমিশে রয়েছে এক বিশেষ ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। যা অনেক ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।তবে শুকনো কিশমিশ নয়, রাতে ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়ার উপকারিতা সবথেকে বেশি।
advertisement
advertisement
advertisement
জাঞ্জগীর চম্পা জেলা হাসপাতালের আয়ুর্বেদ চিকিৎসক ডা. ফণীন্দ্র ভূষণ দিওয়ান বলেন, কিশমিশে অনেক ধরনের ভিটামিন থাকে যা সেবন করলে দেহের আয়রন, হিমোগ্লোবিন ও ভিটামিন সি-এর ঘাটতি দূর হয়। তবে ডা. ফণীন্দ্র ভূষণ দিওয়ানের দাবি, জলে ভিজিয়ে রেখে কিশমিশ খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। প্রতিদিন রাতে ৩০ থেকে ৪০টি কিশমিশ জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে তা জল থেকে ছেঁকে নিয়ে খালি পেটে খেতে হবে। ভিজিয়ে রাখা কিশমিশের ভিতরে থাকা সমস্ত পুষ্টি উপাদান সরাসরি শরীরে পৌঁছে যায়।
advertisement